উত্তর : দোকান ভাড়া দেয়ার সময় যে পরিমাণ টাকা ও দিনক্ষণে সম্মত হয়েছে, সেই পরিমাণ টাকা নির্ধারিত দিনে আদায় করা মালিকের ন্যায্য অধিকারের অন্তর্ভুক্ত। মালিক অর্থোপার্জন করার জন্যই কিন্তু দোকানটি ভাড়া দিয়েছে। এখন দীর্ঘদিন যাবৎ ভাড়া না পাওয়ার ফলে মালিকের জন্য উক্ত চুক্তি ভঙ্গ করা মোটেও গুনাহের কাজ নয়। তবে ভাড়াটিয়ার অবস্থা দেখে উদারতা প্রদর্শন করা অবশ্যই উত্তম কাজ। ইসলাম মানবতা ও উদারতার দ্বীন। পরস্পরের মধ্যে সহযোগিতা, সহানুভূতি, সমবেদনা ও সহমর্মিতা প্রদর্শন করা ইসলামের অনুপম নিদর্শন (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১২২১৪; ইসলাম ওয়েব, ফৎওয়া নং ২২৮৯৫৫)।
প্রশ্নকারী : সানজিদ ইসলাম, বাড্ডা, ঢাকা।