উত্তর : পরীক্ষার ক্ষেত্রে এ ধরনের কৌশলের আশ্রয় নেয়া উচিত নয়। ইসলামে সব ধরনের প্রতারণা হারাম, সেটা শিক্ষা ক্ষেত্রেই হোক বা অন্য ক্ষেত্রে। বরং শিক্ষা ক্ষেত্রে নকল প্রবণতা অন্যান্য ক্ষেত্রের চেয়ে আরো বেশি মারাত্মক। এর মাধ্যমে পরবর্তী জীবনের যাবতীয় সার্টিফিকেট ও পেশা ধোঁকা হিসাবেই বিবেচিত হয়। আর প্রতারণা সংক্রান্ত হাদীছটি (‘আম) ব্যাপক অর্থবোধক, যদিও রাসূল (ﷺ) বিশেষ প্রেক্ষাপটে বলেছিলেন (মাজমূঊ ফাতাওয়া ওয়া মাক্বালাতিশ শায়খ ইবনু বায, ২৪তম খণ্ড, পৃ. ৬০)।
প্রশ্নকারী : সিয়াম, উত্তরা, ঢাকা।