উত্তর : জুমু‘আর আযান হলে আগে তাহিয়্যাতুল মসজিদ আদায় করবে। কারণ আযান শেষ হওয়ার পরপরই খুত্ববাহ্ শুরু হয়ে যাবে। আযানের অনুসরণ করার চাইতে খুত্ববাহ শ্রবণ করা অধিক গুরুত্বপূর্ণ। আর খুত্ববাহ শ্রবণ করা অপরিহার্য, আর আযানের জবাব দেয়া অপরিহার্য নয়। আর যদি অন্য ছালাতের আযান হয় সেক্ষেত্রে উত্তম হল- দাঁড়িয়ে অপেক্ষা করা এবং আযানের জবাব দেয়া। আযান শেষে দু‘আ পাঠ করা। তারপর তাহিয়্যাতুল মসজিদ আদায় করা। এভাবে আপনার দু’টি ইবাদতের উপরই আমল করা হল (মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল লিইবনে উছাইমীন, ১৪/২৯৫-২৯৬ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১১৯৬০)।
প্রশ্নকারী : আব্দুর খবীর, টাঙ্গাইল।