উত্তর : আল্লাহ তা‘আলা বলেন, مَنۡ اَظۡلَمُ مِمَّنۡ مَّنَعَ مَسٰجِدَ اللّٰہِ اَنۡ یُّذۡکَرَ فِیۡہَا اسۡمُہٗ وَ سَعٰی فِیۡ خَرَابِہَا ‘যে আল্লাহর মসজিদসমূহে তাঁর নাম স্মরণ করতে বাধা দেয় ও তার ধ্বংস-সাধনে প্রয়াসী হয়, তার থেকে বড় সীমালংঘনকারী আর কে হতে পারে?’ (সূরা আল-বাক্বারাহ : ১১৪)। অত্র আয়াতে মসজিদ ধ্বংসকারী, ছালাত ও যিকিরে বাধা প্রদানকারী ব্যক্তিকে সর্বাধিক বড় যালিম ও অপরাধী বলে ঘোষণা করা হয়েছে। আর যালিমের জন্য বদ-দু‘আ করা জায়েয। আল্লাহ তা‘আলা বলেন, ‘মন্দ কথা প্রকাশ করাকে আল্লাহ পসন্দ করেন না; তবে যার উপর যুলুম করা হয়েছে তার কথা স্বতন্ত্র। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ’ (সূরা আন-নিসা : ১৪৮)। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, কারোর জন্য বদ-দু‘আ করা আল্লাহ পসন্দ করেন না। তবে মাযলূম ব্যক্তি যালিমের বিরুদ্ধে বদ-দু‘আ করতে পারে, এক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছেন। যদিও ধৈর্যধারণ করা অধিক উত্তম’ (ইবনু কাছীর, তাফসীরুল কুরআনিল ‘আযীম, ২য় খণ্ড, পৃ. ৪৪২; ইসলাম ওয়েব, ফাতাওয়া নং-২৪৮৪১৬)।
প্রশ্নকারী : মাজহারুল ইসলাম, বগুড়া।