উত্তর : আল্লাহকে রব হিসাবে মেনে নেয়া বলতে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিযিকদাতা, জীবন ও মৃত্যুদাতা হিসাবে মেনে নেয়া। ৩ প্রকার তাওহীদের একটি প্রকার তাওহীদে রুবূবিয়্যাহ। শুধু ১ম প্রকার তাওহীদকে যারা মেনে চলত এবং বর্তমানেও মানে তারা মহান আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে। মক্কার কাফেররা ১ম তাওহীদকে মেনে নিয়েছিল। কিন্তু ২য় প্রকার তাওহীদ উলূহিয়্যাহ বা সকল ইবাদতে মহান আল্লাহকে একক গণ্য করা এই তাওহীদকে তারা অস্বীকার করত বলেই তারা কাফের। তারা আল্লাহকে রব হিসাবে মানত সে বিষয়ে মহান আল্লাহ পবিত্র কুরআনে উল্লেখ করেছেন, ‘হে নবী! আপনি জিজ্ঞেস করুন, আসমান ও যমীন থেকে তোমাদের কে রিযিক দান করেন? অথবা তোমাদের কান-চোখের মালিক কে? তাছাড়া কে জীবিতকে মৃতের ভেতর থেকে বের করেন এবং কেইবা মৃতকে জীবিতের মধ্য থেকে বের করেন? কে কর্ম সম্পাদনের ব্যবস্থা করেন? তখন তারা বলে উঠে, আল্লাহ। আপনি বলুন, তোমরা তারপরও ভয় করছ না?’ (সূরা ইউনুস : ৩১)। বর্তমানেও এ ধরনের লোকের সংখ্যা কম নয়।
প্রশ্নকারী : আযহার উদ্দিন, ছাগলনাইয়া, ফেনী।