উত্তর : সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া বোর্ড প্রচলিত ‘মুনাজাত’ সম্পর্কে যে ফাতাওয়া প্রদান করেছেন তা নিম্নে তুলে ধরা হল :
(ক) ৩৯০১ নং প্রশ্নোত্তরে বলা হয়েছে, ‘ফরয ছালাত সমূহের পর দু‘আ করা সুন্নাত নয়, যদি তা হাত তুলে করা হয়, চাই ইমাম একাকী হোক, বা মুক্তাদী একাকী হোক, অথবা ইমাম-মুক্তাদী একত্রে হোক; বরং এটা বিদ‘আত। কারণ এটা না নবী করীম (ﷺ) থেকে বর্ণিত হয়েছে, না তাঁর ছাহাবীগণ থেকে বর্ণিত হয়েছে’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ৭/১০৩ পৃ.)।
(খ) উক্ত বোর্ড অন্যত্র ৫৫৬৫ নং ফাতাওয়াতে বলেন, ‘আমরা যা জানি তাতে ফরয ছালাতের সালামের পর হাত তুলে দু‘আ করা নবী করীম (ﷺ) থেকে সাব্যস্ত হয়নি। তাই ফরয ছালাতের সালামের পরে দু’হাত তুলে দু‘আ করা সুন্নাত বিরোধী কাজ’ (ঐ, ৭/১০৪ পৃ.)।
(গ) অন্য এক প্রশ্নোত্তরে প্রশ্নকারীকে লক্ষ্য করে উক্ত বোর্ড বলেছেন, ‘ফরয ছালাত থেকে ফারেগ হয়ে ইমাম দু‘আর জন্য হাত তুলবে এবং মুক্তাদীরা তার অনুসরণ করবে মর্মে আপনি যা প্রশ্নে উল্লেখ করেছেন, শরী‘আতে তার কোন ভিত্তি আছে বলে আমাদের জানা নেই’ (ঐ, ৭/১০৪-৫ পৃ., ফৎওয়া নং-৫৭৬৩)।
(ঘ) অন্য এক ফৎওয়ায় বলা হয়েছে, ‘রাসূল (ﷺ) এ জন্য ছাহাবীদের কাউকে তলব করেননি যে, সে তাঁর সাথে একত্রিত হয়ে দু‘আ করবেন। কতিপয় লোকেরা ছালাতের পর দলবদ্ধভাবে সূরা ফাতিহা পড়া এবং দু‘আ করার যে প্রথার আমল করছে, তা বিদ‘আতের অন্তর্ভুক্ত’ (৭/১২১-২২ পৃ., ফৎওয়া নং-৩৫৫২)।
প্রশ্নকারী : জামান, পাবনা।