উত্তর : উক্ত কথা সঠিক নয়। বিতর ছালাতে দু‘আয়ে কুনুত পড়া সুন্নত, ওয়াজিব নয়। কুনূত ছাড়া বিতর ছালাত শুদ্ধ হবে। কারণ বিশিষ্ট ছাহাবী উবাই ইবনু কা‘ব (রাযিয়াল্লাহু আনহু) মসজিদে নববীতে ছালাত আদায় করাতেন তখন তিনি মানুষকে বুঝানোর জন্য মাঝে মধ্যে দু‘আয়ে কুনুত ছেড়ে দিতেন যাতে করে মানুষ বুঝে এটা ওয়াজিব নয়। আর ওয়াজিব হলে তিনি নিজেও কখনো ছাড়তেন না (ফাতওয়া ইসলামিয়্যাহ, ২/১৫৯)।
প্রশ্নকারী : আব্দুল খালেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়।