উত্তর : বিশেষ ফযীলত মনে করে নির্দিষ্ট করে প্রতি শুক্রবার ছিয়াম পালন করা যাবে না। আবু হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, لَا يَصُمْ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ إِلَّا أَنْ يَصُوْمَ قَبْلَهُ أَوْ يَصُوْمَ بَعْدَهُ ‘তোমাদের কেউ যেন কেবল জুম‘আর দিন ছিয়াম না রাখে। কেউ রাখতে চাইলে জুম‘আর আগে অথবা পরের দিন মিলিয়ে রাখে’ (ছহীহ বুখারী, হা/১৯৮৫; ছহীহ মুসলিম, হা/১১৪৪; আবূ দাঊদ, হা/২৪২০, সনদ ছহীহ)। ক্বাযা ছিয়াম কোন নির্দিষ্ট দিনের সাথে সম্পৃক্ত নয়। শুক্রবার বা যেকোন দিন আদায় করা যায় (শায়খ বিন বায, ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব, ১৬তম খণ্ড, পৃ. ৪৬৯-৪৭০)।
প্রশ্নকারী : যিয়াউর রহমান, রাজনগর, সাতক্ষীরা।