উত্তর : কবর সংরক্ষণ করাই শরী‘আত সম্মত। তাই সংরক্ষিত কবরের উপর দিয়ে চলা নিষিদ্ধ। তবে বিশেষ প্রয়োজন হলে পুরাতন কবরের বিষয়টি ভিন্ন। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘কবর যদি অনেক পুরাতন হয়ে যায়, যার মধ্যে মৃত্যু ব্যক্তির কোন কিছু অবশিষ্ট নেই, যা একেবারেই মাটিতে পরিণতি হয়ে গেছে। এমতাবস্থায় সেখানে অন্য ব্যক্তিকে দাফন করা বা সেখান দিয়ে চলাফেরা, চাষাবাদ, ঘর-বাড়ি নির্মাণ করা যাবে তথা প্রয়োজনের খাতিরে ব্যবহারযোগ্য। তবে এ ক্ষেত্রে দেশ ও স্থান ভেদে ভিন্ন হতে পারে। এজন্য যারা এবিষয়ে প-িত তাদের কথা গ্রহণযোগ্য (আল-মাজমূ‘, ৫/২৭৩ পৃ.)।
প্রশ্নকারী : আরমান আবীর, দিনাজপুর।