উত্তর : প্রাণীর ছবিযুক্ত শুভেচ্ছা ব্যানার, ফেস্টুন, কার্ড ইত্যাদি তৈরি করা বা ডিজাইন করা হারাম। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يَوْمَ الْقِيَامَةِ يُعَذَّبُوْنَ فَيُقَالُ لَهُمْ أَحْيُوْا مَا خَلَقْتُمْ ‘ক্বিয়ামতের দিন ছবি অঙ্কনকারীকে আযাব দেয়া হবে এবং বলা হবে তোমরা যা বানিয়েছ তাকে জীবিত কর’ (ছহীহ বুখারী, হা/২১০৫; ছহীহ মুসলিম, হা/২১০৭; মিশকাত, হা/৪৪৯২)। আর হারাম পন্থায় ব্যবসা করাও হালাল নয় (ছহীহ মুসলিম, হা/১০১৫; মিশকাত, হা/২৭৬০)। তবে বৃক্ষ-লতার ছবি প্রস্তুত করা যাবে কিংবা যাতে কোন প্রাণ নেই তার ছবিও অঙ্কন করা যাবে’ (ছহীহ মুসলিম, হা/২১১০; মিশকাত, হা/৪৪৯৮)।
প্রশ্নকারী : আব্দুল মুমিন, সিরাজগঞ্জ।