উত্তর : প্রয়োজন সাপেক্ষে রাখা যাবে। তবে সূদী ব্যাংকে লেনদেন করাটা মুত্তাকীর পরিচয় বহন করে না। মূল অর্থ থেকে আগত লভ্যাংশ ছওয়াবের আশা ছাড়াই জনকল্যাণে ব্যয় করতে হবে (নববী, আল-মাজমূ‘, ৯/৩৫১; ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া, ২৯/৩০৭; ২৯/৩০৭ পৃ.)। রাসূল (ﷺ) বলেন,
مَنْ جَمَعَ مَالًا حَرَامًا ثُمَّ تَصَدَّقَ بِهِ لَمْ يَكُنْ لَهُ فِيهِ أَجْرٌ، وَكَانَ إِصْرُهُ عَلَيْهِ
‘যে ব্যক্তি হারাম মাল সঞ্চয় করে, অতঃপর তা থেকে ছাদাক্বাহ করে, তাতে সে ছাওয়াব পাবে না এবং এর পাপ তার উপরই বর্তাবে’ (হাকিম, হা/১৪৪০; ছহীহুত তারগীব, হা/৮৮০)।
প্রশ্নকারী : আমিনুল হক, মিরপুর, ঢাকা।