উত্তর : মহিলারা নিরাপদ পরিবেশে পর্দার মধ্যে থাকা অবস্থায় পুরুষের নিকট থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। রাসূল (ﷺ) মহিলাদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন (ছহীহ বুখারী, হা/৭৩১০; মিশকাত, হা/১৭৫৩)। তবে নারী একাকী থাকলে সাথে মাহরাম থাকা অথবা একাধিক মহিলা থাকা যরূরী। কারণ রাসূল (ﷺ) বলেন, ‘মাহরাম ব্যতীত কোন নারী যখন পরপুরুষের সঙ্গে নির্জনে একত্রিত না হয়, সেখানে তৃতীয়জন থাকে শয়তান’ (তিরমিযী, হা/১১৭১, ২১৬৫; মিশকাত, হা/৩১১৮, সনদ ছহীহ)। অনেকে পর্দা না টাঙ্গিয়ে পরপুরুষের সামনে মুখোমুখি বসে ওয়ায শুনেন ও প্রশ্নোত্তর করেন, এটা নিষিদ্ধ।
প্রশ্নকারী : আব্দুল্লাহ মাসঊদ, নরসিংদী।