উত্তর : সুন্নাতে মুওআক্কাদাহ বলতে বুঝায় এমন আমল, যা করলে আমলকারী আল্লাহর নিকট ছওয়াবের অধিকারী হয়, পক্ষান্তরে এটি পরিত্যাগকারী গুনাহগার হয় না। কিন্তু রাসূল (ﷺ)-এর সুন্নাতকে ছেড়ে দেয়ার কারণে তাকে তিরস্কার ও দোষারোপ করা হয় (উছূলুল ফিক্বহ, পৃ. ৩৮; উছূলুল ফিক্বহ্ আল-ইসলামী, পৃ. ২৩৮; কিতাবুল ওয়াজিয ফী উছূলিল ফিক্বহ, ১/৩৪১)।
প্রশ্নকারী : মারইয়াম, মাদারীপুর।