উত্তর : উক্ত ফৎওয়া সঠিক নয়। কারণ কুরবানী করার জন্য নিছাব পরিমাণ সম্পদ থাকা শর্ত নয়। হাদীছে এমন কোন শর্ত উল্লেখ করা হয়নি। আর কুরবানী করা ওয়াজিব নয়, বরং সুন্নাত। যার সামর্থ্য আছে তিনি কুরবানী দিবেন। রাসূল (ﷺ) বলেছেন, مَنْ كَانَ لَهُ سَعَةٌ وَلَمْ يُضَحِّ فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا ‘যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানী করে না, সে যেন আমাদের ঈদের মাঠের কাছেও না আসে’ (ইবনু মাজাহ, হা/৩১২৩; সনদ হাসান, ছহীহুল জামি‘, হা/৬৪৯০)। উক্ত হাদীছে শুধু সামর্থ্য থাকার কথা বলা হয়েছে। সুতরাং যিনি মনে করবেন যে, তার সামর্থ্য আছে, তিনি কুরবানী করবেন। ধোঁকা বা কৌশলের আশ্রয় নিবেন না।
প্রশ্নকারী : জাহিদুল ইসলাম, আশাশুনি, সাতক্ষীরা।