উত্তর : যাকাতের ন্যায় ওশরেও নিছাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। হোক তা নিজ জমিতে আবাদ অথবা অন্যের জমি বা বর্গাতে ভাগে পাওয়া সম্পদ। মহান আল্লাহ বলেন, ‘তোমরা ফসলের হক আদায় কর কর্তনের সময় (সূরা আল-আন‘আম : ১৪১)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, পাঁচ ওয়াসাক বা ৭৫০ কেজির কম উৎপন্ন দ্রব্যের ওশর নেই এবং পাঁচ আওকিয়া অর্থাৎ ২০০ দিরহামের কম রৌপ্যের যাকাত যাকাত নেই (ছহীহ বুখারী, হা/১৪৮৪)। তাই ওশরের নিছাব ৫ ওয়াসাক বা ১৮ মণ ৩০ কেজি শস্যের মালিক হলে এবং সেচ প্রক্রিয়ায় ফসল উৎপন্ন হলে তাকে ২০ ভাগের এক ভাগ ওশর হিসাবে দিতে হবে। আর আসমানের পানিতে ফসল উৎপন্ন হলে ১০ ভাগের এক ভাগ দিতে হবে (ছহীহ বুখারী, হা/১৪৮৩; মিশকাত, হা/১৭৪৭)। বর্গাচাষী জমি থেকে ফসল নিয়ে তাদের মাঝে করা চুক্তি অনুযায়ী বণ্টন করে নেবে। অতঃপর তাদের সেই ফসল নিছাব পরিমাণ তথা ১৮মণ ৩০ কেজি হলে নিয়ম অনুযায়ী নির্ধারিত হারে ওশর দিবে।
প্রশ্নকারী : নাদিরুযযামান, বগুড়া।