উত্তর : সবার জন্য উন্মুক্ত হলে তাদের কণ্ঠ শুনা জায়েয হবে না। তবে যদি নারীরা আলাদা হয়, পুরুষেরা আলাদা হয়, তাহলে কোন আপত্তি নেই। যদি প্রতিযোগিতার স্থানে নারী-পুরুষের সংমিশ্রণ না থাকে। বরং আলাদা আলাদাভাবে হয় এবং নারীরা পুরুষদের থেকে নিজেদেরকে ঢেকে রাখে ও পর্দা করে। শ্রোতা যদি উপকৃত হওয়ার জন্য ও আল্লাহর বাণী অনুধাবন করার জন্য শুনে এতে কোন আপত্তি নেই। আর যদি নারীদের কণ্ঠস্বর শুনে মজা নেয়ার জন্য শুনে তাহলে সেটি জায়েয হবে না। যদি নিয়ত হয় উপকৃত হওয়া এবং কুরআন শ্রবণের মজা পাওয়া, কুরআন থেকে উপকৃত হওয়া; তাহলে এতে কোন গুনাহ হবে না; ইনশাআল্লাহ (শায়খ আব্দুল আযীয বিন বায, ফাতাওয়া নুরুন ‘আলাদ দারব, ২/১০০ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৯৭২৭৬৫)।
প্রশ্নকারী : সামীঊল ইসলাম, কুলপাড়া, রাজশাহী।