উত্তর : ফরয ছালাত দাঁড়িয়ে আদায় করা ছালাতের অন্যতম একটি রুকন। তাই উল্লেখযোগ্য কোন সমস্যা না থাকলে দাঁড়িয়েই ছালাত আদায় করতে হবে। যদি সমস্যা হয় তাহলে বসে আদায় করবে (ছহীহ বুখারী, হা/১০৫০)। মহান আল্লাহ বলেন, আল্লাহ কাউকে তার সাধ্যতীত কোন কাজের ভার দেন না (সূরা আল-বাক্বারা : ২৮৬)। উপরের আয়াত ও হাদীছের দ্বারা বুঝা যায় যে, ছালাত আদায় করাটাই মূল বিষয়। দাঁড়িয়ে আদায় করতে হবে, না পারলে বসে; তাও না পারলে শুয়ে আদায় করতে হবে। শায়খ ইবনু বায (রহিমাহুল্লাহ) বলেন, মুছল্লীর উপর ওয়াজিব হল দাঁড়িয়ে বা বসে চাই মাটিতে বা চেয়ারে ছালাত আদায় করা। এক্ষেত্রে সিজদা অবশ্যই রুকূর চেয়ে নত হয়ে করতে হবে। কেউ যদি স্বাভাবিকভাবে ছালাত আদায়ে অক্ষম হয়, তাহলে সে চেয়ারে বসেই ছালাত আদায় করবে। কারণ মহান আল্লাহ বলেন, তোমরা সাধ্যমত আল্লাহকে ভয় কর (সূরা আত-তাগাবূন : ১৬)। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও এমনই নির্দেশ দিয়েছেন, তোমাদের আমি যা নির্দেশ দিয়েছি তা তোমরা সম্ভবপর পালন কর (ছহীহ বুখারী, হা/৭২৮৮; ইবনু বায, মাজমূঊ ফাতাওয়া, ১২তম খণ্ড, পৃ. ২৪৫-২৪৬)।
প্রশ্নকারী : আলমগীর, কদমতলা, সাতক্ষীরা।