উত্তর : এমতাবস্থায় স্বামী রাযী থাকলে নতুন বিবাহের মাধ্যমে প্রথম স্বামীর নিকট ফিরে আসতে পারে (যাদুল মা‘আদ, ৫ম খণ্ড, পৃ. ১৮০-১৮১)। এক্ষেত্রে হিল্লা প্রথা নামে সমাজে যা চালু আছে তা হারাম (ইবনু মাজাহ, হা/১৯৩৬, সনদ হাসান)। খোলার ক্ষেত্রে ইদ্দতকাল হল এক ঋতু তথা এক মাস (তিরমিযী, হা/১১৮৫; নাসাঈ, হা/৩৪৯৭, সনদ ছহীহ; ফিক্বহুস সুন্নাহ, ২য় খণ্ড, পৃ. ৩২৭-৩২৮)। এছাড়া ‘খোলা’ ত্বালাক্বের মত নয়, কেননা ত্বালাকের মেয়াদকাল তিন তুহুর (ছহীহ মুসলিম, হা/১৪৮০)।
প্রশ্নকারী : আব্দুর রহমান, দিনাজপুর।