উত্তর : উক্ত দাবী সঠিক নয়। রাসূল (ﷺ) তাবূক যুদ্ধ থেকে ফেরার সময় এমন কথা বলেছিলেন মর্মে কথিত আছে। আসলে এটা ভিত্তিহীন একটি বর্ণনা (বায়হাক্বী, কিতাবুয যহ্দ হা/৩৮৪)। ইমাম ইবনু তায়মিয়াহ (রাহিমাহুল্লাহ) বলেন, এর কোন ভিত্তি নেই (মাজমূঊ ফাতাওয়া, ১১/১৯৭ পৃ.)। ইমাম আলবানী (রাহিমাহুল্লাহ) বলেন, মুনকার বা অস্বীকৃত বর্ণনা (সিলসিলা যঈফাহ হা/২৪৬০)। মূলত কাফের-মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করাই বড় জিহাদ।
প্রশ্নকারী : আব্দুল্লাহ মুহাম্মাদ, ময়মনসিংহ।