উত্তর : সন্তান জন্মের সপ্তম দিনেই তার আক্বীক্বা দেয়া সুন্নাত (আবূ দাঊদ, হা/২৮৩৫; তিরমিযী, হা/১৫১৬; নাসাঈ, হা/৪২১৮; মিশকাত, হা/৪২৫৩)। মায়ের পেট থেকে জীবিত জন্মগ্রহণ করলে সপ্তম দিনেই তার আক্বীক্বা দিবে। যদিও সে জন্মের পরপরই মারা যায় (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ১১ তম খণ্ড, পৃ. ৪৪৪)। শায়খ উছায়মীন বলেন, জন্মের সময় সন্তান যদি পূর্ণ আকৃতির নাও হয়, তবুও সপ্তম দিনে আক্বীক্বা দিতে হবে ও তার নাম রাখতে হবে (মাজমূ‘ঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ২৫তম খণ্ড, পৃ. ২৩৯)।
প্রশ্নকারী : আব্দুল হালীম, সাপাহার, নওগাঁ।