উত্তর : মসজিদের দেওয়ালে কা‘বা কিংবা মসজিদে নববীর নকশা আঁকা বা ছবি স্থাপন করা কুরআন-সুন্নাহ্র পরিপন্থী কাজ। মুছল্লী সিজদা করে আল্লাহকে, কা‘বা ঘরের পাথরকে নয়। কা‘বা শুধু মুসলিমদের ক্বিবলা। অনেক মসজিদে বিভিন্ন প্রাণীরও নকশা দেখা যায়। এগুলো ছালাতের একাগ্রতা বিনষ্ট করে (ছহীহ বুখারী হা/৩৭৩, ৩৭৪, ১/৫৪ পৃ., (ইফাবা হা/৩৬৬, ৩৬৭, ২/২১৩ পৃ); ছহীহ মুসলিম, হা/৫৫৬; মিশকাত, হা/৭৫৭, ৭৫৮; বঙ্গানুবাদ মিশকাত, হা/৭০১, ৭০২, ২/২৩৮ পৃ.)। আর ছালাতে ধীরস্থিরতা অবলম্বন করা ছালাত বিশুদ্ধ হওয়ার অন্যতম প্রধান শর্ত।
প্রশ্নকারী : মাযহারুল ইসলাম, বেড়া, পাবনা।