উত্তর : ধোঁকা, প্রতারণা, বিশ্বাসঘাতকতা বা ব্যক্তিকে অপমান করার উদ্দেশ্যে ছবি এডিটিং করা বা রূপান্তরিত করা মহাপাপ ও বড় হারামের অন্তর্ভুক্ত। আর পুরুষের ছবি নারীতে রূপান্তরিত করা আরো বড় হারাম। কেননা নবী (ﷺ) ঐ সমস্ত পুরুষকে অভিসম্পাত করেছেন যারা নারীর বেশ ধারণ করে এবং ঐ সমস্ত নারীকে যারা পুরুষের বেশ ধারণ করে (ছহীহ বুখারী, হা/৫৮৮৫; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ১/৪৭৯)।
প্রশ্নকারী : আহমাদ, সিলেট।