উত্তর : পারবে। আসমা বিনতে আবূবাকর (রাযিয়াল্লাহু আনহা) একদা রাসূল (ﷺ)-কে প্রশ্ন করেন, আমার মা ইসলামের ব্যাপারে অসন্তুষ্ট। তিনি আমার কাছে আসলে আমি কি তার সাথে ভাল ব্যবহার করব? তিনি বললেন, তার সাথে উত্তম ব্যবহার করবে (ছহীহ বুখারী, হা/৫৯৭৮)। তবে নিজের আসল পরিচয় গোপন করার লক্ষ্যে জন্মদাতা পিতা-মাতা ছাড়া অন্য কাউকে পিতা-মাতা বলে সম্বোধন করা কাবীরা গুনাহ। নবী করীম (ﷺ) বলেন, ‘কোন লোক যদি নিজ পিতা সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও অন্য কাউকে তার পিতা বলে দাবী করে তবে সে আল্লাহর সঙ্গে কুফরী করল এবং যে ব্যক্তি নিজেকে এমন বংশের সঙ্গে বংশ সম্পর্কিত দাবী করল যে বংশের সঙ্গে তার কোন বংশ সম্পর্ক নেই, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়’ (ছহীহ বুখারী, হা/৩৫০৮, ৩৫০৯, ৬০৩৫)।
প্রশ্নকারী : সুমাইয়া, রাজশাহী।