উত্তর : উক্ত মর্মে যে হাদীছ বর্ণিত হয়েছে তার কোন ভিত্তি নেই। আলবানী (রাহিমাহুল্লাহ) বলেন, لا أصل له ‘এ হাদীছের কোন ভিত্তি নেই’ (সিলসিলা আহাদীছিয যঈফাহ ওয়াল মাওযূ‘আহ, হা/৯)। হাফিয সুয়ূত্বী (রাহিমাহুল্লাহ)বলেন, ‘আমি এ হাদীছটি চিনি না (আল-হাবী লিল ফাতাওয়া, ২/৮৯ পৃ.)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ, নেত্রকোনা।