উত্তর : যে কসাই ছালাত আদায় করে না বা ছালাত অস্বীকার করে তার যব্হকৃত পশুর গোশত খাওয়া যাবে না। আর যদি অস্বীকার না করে, তবে অলসতা ও অবহেলাবশত মাঝে মাঝে আদায় করে আবার ছেড়ে দেয় সে ব্যাপারে মতানৈক্য রয়েছে (মাজমূঊ ফাতাওয়া লি ইবনে বায, ১০/২৭৪ পৃ.)। অতএব এই ধরনের ব্যক্তির যব্হকৃত প্রাণীর গোশত না খাওয়ায় উত্তম, তবে নিরুপায় হলে ভিন্ন কথা।
প্রশ্নকারী : মাহমুদ হুসাইন, সুইডেন।