উত্তর : যারা চিরস্থায়ী জাহান্নামী হারাম ভক্ষণকারীরারা তাদের মধ্যে নয়। জাহান্নামী এবং চিরস্থায়ী জাহান্নামী দু’য়ের মাঝে অনেক তফাৎ রয়েছে। কুরআনের আয়াত এবং বিভিন্ন হাদীছের মাধ্যমে বলা যায় যে, চিরস্থায়ী জাহান্নামী কারা। যেমন- (১). কাফির; (২). মুশরিক; (৩). মুনাফিক (আকীদাগত); (৪). মুরতাদ; (৫). কুরআনের কিছু বা একটি হলেও আয়াতকে মিথ্যারোপকারী; (৬). আল্লাহ এবং তাঁর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে প্রকাশ্যে শত্রুতাকারী; (৭). শেষ নবী হিসাবে মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে অস্বীকারকারী। মহান আল্লাহ বলেন, ‘এভাবে আল্লাহ তাদের কৃতকর্মের পরিণাম দুঃখজনকভাবে প্রদর্শন করবেন এবং তারা জাহান্নাম বের হতে পারবে না’ (সূরা আল-বাক্বারা : ১৬৭)। ‘নিশ্চয় তারা এটা কামনা করবে যে, জাহান্নাম থেকে বের হয়ে যায়, অথচ তারা তা থেকে কখনও বের হতে পারবে না। বস্তুত তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি’ (সূরা আল-মায়েদাহ : ৩৭)। মুফাস্সিরগণ আয়াতগুলো কাফিরদের ব্যাপারে বলে উল্লেখ করেছেন (তাফসীরে ত্বাবারী, ৩য় খণ্ড, পৃ. ২৯৯)।
প্রশ্নকারী : মুহাম্মাদ সুরুজ আমল, সিরাজগঞ্জ।