উত্তর : কুরআনুল কারীমে আল্লাহ তা‘আলা পিতা-মাতার ক্ষেত্রে বলেছেন, رَّبِّ ارۡحَمۡہُمَا کَمَا رَبَّیٰنِیۡ صَغِیۡرًا ‘হে আমার রব! তাদের দু’জনকে প্রতিপালন করুন যেমন তারা আমার প্রতিপালন করেছে’ (সূরা বানী ইসরাঈল: ২৪)। পিতামাতার জন্য আরবীতে দু‘আ করা শর্ত নয়। বাংলাতেও দু‘আ করতে পারে। মৃত ব্যক্তির জন্য অনেক দু‘আ হাদীছে বর্ণিত হয়েছে। সাধারণভাবে যেকোন সময় আরবী বা অন্য ভাষায় মৃতের জন্য দু‘আ করা যাবে। আর দু‘আ তো সব আরবীতেই বর্ণিত হয়েছে। হোক তা মৃতের জন্য বা পিতামাতর জন্য। বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী মৃতব্যক্তির জন্য হাদীছে কিছু দু‘আ বর্ণিত হয়েছে। যেমন: (ক) মৃত ব্যক্তিকে কবরস্থ করার সময়: اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ أَوْ مِنْ عَذَابِ النَّارِ (ছহীহ মুসলিম, হা/৯৬৩; মিশকাত, হা/১৬৫৫)। (খ) কবর জিয়ারতের সময়:
السَّلاَمُ عَلَى أَهْلِ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَيَرْحَمُ اللَّهُ الْمُسْتَقْدِمِينَ مِنَّا وَالْمُسْتَأْخِرِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلاَحِقُونَ (ছহীহ মুসলিম, হা/৯৭৪; নাসাঈ, হা/২০৩৭; মিশকাত, হা/১৭৬৭)।
প্রশ্নকারী : বাকী বিল্লাহ পলাশ, ফরীদপুর।