উত্তর : উক্ত মর্মে কোন হাদীছ পাওয়া যায় না। তবে উক্ত দুই আয়াতের ফযীলতের ব্যাপারে বেশ কিছু ছহীহ হাদীছে এসেছে। যেমন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘সূরা বাক্বারার শেষে এমন দু’টি আয়াত রয়েছে যে ব্যক্তির রাতের বেলা তেলাওয়াত করবে তার জন্য এ আয়াত দু’টিই যথেষ্ট’ (ছহীহ বুখারী, হা/৪০০৮; ছহীহ মুসলিম, হা/৮০৭)। উক্ত ফযীলতের ব্যাখ্যা করতে গিয়ে কেউ বলেছেন, রাতে তাহাজ্জুদ ছালাত আদায়ের নেকী পেয়ে যাবে। অথবা রাতে ছালাত অথবা ছালাতের বাইরে কুরআন তেলাওয়াতের নেকী পাবে, অথবা সকল অকল্যাণ থেকে মুক্তির জন্য যথেষ্ট হবে, অথবা শয়তানী চক্রান্ত থেকে বাঁচতে যথেষ্ট হবে অথবা মানুষ ও জিনের অকল্যাণ বা ক্ষতি থেকে বাঁচতে যথেষ্ট হবে (তুহফাতুল আহওয়াযী, ৭ম খণ্ড, পৃ. ১৯৯)। আল্লাহই সর্বাধিক জ্ঞাত।
প্রশ্নকারী : দেলোয়ার, বংশাল, ঢাকা।