শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন

খাদ্য ও পানীয় পান করার সময় দু‘আ ও যিকর



খাওয়া ও পান করার শুরুতে দু‘আ ও যিকর

দু‘আ-১ : খাদ্য খাওয়া ও পানীয় পান করার পূর্বে বলবে,   

بِسْمِ  اللّٰهِ

উচ্চারণ : ‘বিসমিল্লাহ’।
অর্থ : ‘আল্লাহর নামে শুরু করছি’ (ছহীহ বুখারী, হা/৫৩৭৬; ছহীহ মুসলিম, হা/২০২২; আবূ দাঊদ, হা/৩৭৭৭; তিরমিযী, হা/১৮৫৭; ইবনু মাজাহ, হা/৩২৬৭; মুসনাদে আহমাদ, হা/১৬৩৭৪; ছহীহ ইবনু হিব্বান, হা/৫২১১; মিশকাত, হা/৪১৫৯)। তবে কেউ যদি শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তখন সে যেন বলে,

بِسْمِ اللّٰهِ أوَّلَهُ وَآخِرَهُ

উচ্চারণ : ‘বিসমিল্লাহি আওয়্যালাহু ওয়া আ’খিরাহু’।
অর্থ : ‘খাওয়ার শুরু ও শেষ আল্লাহর নামে’ (আবূ দাঊদ, হা/৩৭৬৭; তিরমিযী, হা/১৮৫৮; ছহীহ ইবনু হিব্বান, হা/৫২১৪; দারেমী, হা/২০২০, সনদ ছহীহ; মিশকাত, হা/৪২০২)।

ফযীলত : সেই খাদ্যকে শয়তান নিজের জন্য হালাল করে নেয়, যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না’ (ছহীহ মুসলিম, হা/২০১৭; মুসনাদে আহমাদ, হা/২৩২৯৭; মিশকাত, হা/৪১৬০)। ২. যখন কোন ব্যক্তি খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করে, তখন শয়তান বলে, এই ঘরে তোমাদের জন্য খাদ্য পাওয়া যাবে না। আর যখন সে খাওয়ার সময় আল্লাহর নাম না নেয়, তখন সে বলে, তোমরা খাওয়ার সুযোগ লাভ করেছ’ (ছহীহ মুসলিম, হা/২০১৮; আদাবুল মুফরাদ, হা/১০৯৬; ইবনু মাজাহ, হা/৩৮৮৭; ছহীহ ইবনু হিব্বান, হা/৮১৯; মিশকাত, হা/৪১৬১)।

খাওয়া ও পান করার শেষে দু‘আ ও যিকর

দু‘আ-১ : আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কেউ খানা খায়, তখন সে যেন বলে,

اَللّٰهُمَّ   بَارِكْ   لَنَا  فِيْهِ وَأَطْعِمْنَا خَيْرًا مِنْهُ

উচ্চারণ : ‘আল্ল-হুম্মা বারিক লানা ফীহি ওয়া আত্ব‘ইমনা খাইরাম মিনহু’।
অর্থ : ‘হে আল্লাহ! আমাদের জন্য এই খাদ্যে বরকত দান করুন এবং ইহা অপেক্ষা উত্তম খাদ্য দান করুন’ (তিরমিযী, হা/৩৪৫৫; আবূ দাঊদ, হা/৩৭৩০; মিশকাত, হা/৪২৮৩, সনদ হাসান)।

দু‘আ-২ : খাদ্য গ্রহণের পরে এবং পানীয় পান করার পরে বলা,

اَلْحَمْدُ  لِلّٰهِ

উচ্চারণ : ‘আল-হামদুলিল্লাহ’।
অর্থ : সকল প্রশংসা আল্লাহর জন্য।

ফযীলত : (১). অবশ্যই আল্লাহ তা‘আলা সে বান্দার উপর সম্ভষ্ট, যে খাদ্য গ্রহণের পরে তার জন্য ‘আল-হামদু লিল্লাহ’ পড়ে এবং পানীয় পান করার পরে তার কৃতজ্ঞতা (স্বীকার) করে ‘আল-হামদু লিল্লাহ’ বলে (ছহীহ মুসলিম, হা/২৭৩৪; তিরমিযী, হা/১৮১৬)। (২). একজন শুকরগুজারী আহারকারীর প্রতিদান, একজন ধৈর্যশীল ছিয়াম পালনকারীর সমপরিমাণ (মুসনাদে আহমাদ, হা/৭৮৭৬; সনদ হাসান; ইবনু মাজাহ, হা/১৭৬৫, সনদ ছহীহ)। (৩). ক্বিয়ামতের দিন আল্লাহর উত্তম বান্দা হবে প্রশংসাকারীরা (মু‘জামুল কাবীর, হা/১৪৬৭৩; মুসনাদে আহমাদ, হা/১৯৯০৯; সনদ ছহীহ, ছহীহুল জামে‘, হা/১৫৭১; সিলসিলা ছহীহা, হা/১৫৮৪)।

দু‘আ-৩ : মু‘আয ইবনু আনাস (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি খানা খাওয়ার পর বলবে,

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ أَطْعَمَنِيْ هَذَا الطَّعَامَ وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّيْ وَلَا قُوَّةٍ

উচ্চারণ : ‘আল-হামদুলিল্লাহিল লাযী আত্ব‘আমানী হাযাত ত্ব‘আমা ওয়া রাযাক্বানীহি মিন গইরি হাওলিন মিন্নী ওয়ালা ক্বুয়্যাতিন’।
অর্থ : সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যিনি আমাকে এই খাদ্য খেতে দিয়েছেন এবং আমার শক্তি  এবং সামর্থ্য ব্যতীত আমাকে রিযিক দান করেছেন। তাহলে তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে (তিরমিযী, হা/১৭৬৭, সনদ হাসান)।

ফযীলত : যে ব্যক্তি খানা খাওয়ার পর উক্ত দু‘আ বলবে, তাহলে তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে (তিরমিযী, হা/১৭৬৭, সনদ হাসান)।


 





প্রসঙ্গসমূহ »: আমল দু‘আ
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (৩য় বর্ষ, ৫ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দু‘আ ও যিকির : বিবাহ ও পরিবার
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৩য় সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৯ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৭ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৫ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ১০ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (৩য় বর্ষ, ১ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (৩য় বর্ষ, ২য় সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দুশ্চিন্তাগ্রস্ত ও বিপদগ্রস্ত এবং কারারুদ্ধ ব্যক্তির দু‘আ - আল-ইখলাছ ডেস্ক
দু‘আ ও যিকির : যে কোন সময় (রাতে ও দিনে) পঠিতব্য দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক

ফেসবুক পেজ