বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১১:০১ অপরাহ্ন

যে কোন সময় (রাতে ও দিনে) পঠিতব্য দু‘আ ও যিকর 


‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পাঠ করা 

দু‘আ-১ : আল্লাহর তাওহীদের ঘোষণা দিয়ে বলা,

لَا  إِلٰهَ  إِلَّا  اللّٰهُ

উচ্চারণ : লা ইলা-হা ইল্লাল্ল-হু।

অর্থ : ‘আল্লাহ ব্যতীত সত্য কোন মা‘বূদ নেই’।

ফযীলত :  রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ১. এটি সর্বোত্তম নেকীর কাজ। ২. সর্বোত্তম যিকর। ৩. ‘লা ইলা-হা ইল্লাল্ল-হু’ পাঠ করা’ ওহুদ পাহাড়সম আমল করার চেয়ে উত্তম। ৪. যে ব্যক্তি লা ইলা-হা ইল্লাল্ল-হু (১ বার) বলবে, তার বিনিময়ে তার জন্য ২০টি নেকী লিপিবদ্ধ করা হবে এবং ২০ টি গুনাহ মুছে ফেলা হবে। ৫. যে ১০০ বার ‘লা ইলা-হা ইল্লাল্ল-হু’ পাঠ করবে, আসমান ও যমীনের মধ্যবর্তী জায়গা পরিমাণ নেকী লাভ করবে। ক্বিয়ামতের দিন তার চেয়ে বেশি আমল কারো জন্য উত্থিত করা হবে না। ৬. যখন কোন বান্দা খালেছ অন্তরে ‘লা ইলা-হা ইল্লাল্ল-হু’ বলবে, তখন তার জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে, যতক্ষণ পর্যন্ত এটা আল্লাহর আরশ পর্যন্ত না পৌঁছে, যদি সে কাবীরা গুনাহ হতে বেঁচে থাকে (মুসনাদে আহমাদ, হা/২১৫২৫, ৮০৭৯, ২৬৭৯; সনদ ছহীহ; তিরমিযী, হা/৩৩৮৩, ৩৫৯০; ইবনু মাজাহ, হা/৩৮০০, ৩৮১০; সনদ হাসান; নাসাঈ, আস-সুনানুল কুবরা, হা/১৬৭২, সনদ ছহীহ; সিলসিলা ছহীহাহ, হা/১৩১৬)।

দু‘আ-২ : উবাদাহ ইবনু ছামেত (রাযিয়াল্লাহু আনহু) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, যে ব্যক্তি সাক্ষ্য দেবে,

  لَا   إِلٰهَ   إِلَّا  اللّٰهُ  وَأَنَّ  مُحَمَّدًا  رَسُوْلُ اللّٰهِ

উচ্চারণ : লা ইলা-হা ইল্লা-হু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ।

অর্থ : ‘আল্লাহ ব্যতীত সত্য কোন মা‘বূদ নেই এবং মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল’।

ফযীলত : ১. আল্লাহ তাঁর জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। ২. জাহান্নামের আগুন তাকে গ্রাস করতে পারবে না (ছহীহ মুসলিম, হা/৫৫; মুসনাদে আবূ ইয়ালা, হা/১৫০৫; তিরমিযী, হা/৩৩৮৩; ইবনু মাজাহ, হা/৩৮০০; সনদ হাসান)।

দু‘আ-৩ : দিনের মধ্যে ১ বার অথবা ১০ বার অথবা ১০০ বার অথবা ২০০ বার পড়া,

لَا  إِلٰهَ   إِلَّا  اللّٰهُ  وَحْدَهُ  لَا شَرِيْكَ  لَهُ  لَهُ  الْمُلْكُ وَلَهُ  الْحَمْدُ  وَهُوَ  عَلَى كُلِّ شَيءٍ قَدِيْر

অর্থ : ‘আল্লাহ ছাড়া সত্য কোন মা‘বূদ নেই। তিনি এক, তাঁর কোন শরীর নেই। রাজত্ব ও সকল প্রশংসা তাঁরই। আর তিনি সকল বিষয়ে ক্ষমতাবান’।

ফযীলত : রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ১. (যে ব্যক্তি দু‘আটি ১ বার পাঠ করবে) তার জন্য একজন অথবা দুইজন গোলাম আযাদ করার নেকী রয়েছে। ২. যে ব্যক্তি দশবার পাঠ করবে, সে যেন ইসমাঈল (আলাইহিস সালাম)-এর বংশের চারজন গোলামকে মুক্তি দান করল। ৩. যে ব্যক্তি দিনের মধ্যে একশত বার পাঠ করবে সে একশ’ গোলাম মুক্ত করার ছওয়াব লাভ করবে এবং তার জন্য একশ’টি নেকী লেখা হবে, আর তার একশ’টি গুনাহ মিটিয়ে দেয়া হবে। আর সে দিন সন্ধ্যা অবধি এটা তার জন্য রক্ষাকবচ হবে এবং তার চেয়ে অধিক ফযীলতপূর্ণ ‘আমল আর কারো হবে না। তবে সে ব্যক্তি ছাড়া যে ব্যক্তি এ ‘আমল তার চেয়েও অধিক করবে। ৪. যে ব্যক্তি দু‘আটি দিনে দুইশ’ বার পাঠ করবে, তার পূর্বের ও পরের কোন ব্যক্তি তার অগ্রগামী হতে পারবে না, তবে এর চেয়ে উত্তম আমল করা ব্যতীত’ (ছহীহ বুখারী, হা/৬৪০৩; ছহীহ মুসলিম, হা/২৬৯১, ২৬৯৩; মুসনাদে আহমাদ, হা/৬৭৪০; আল-মু‘জামুল কাবীর, হা/৪০১৭, সনদ ছহীহ)।

‘লা-ইলা-হা ইল্লা আংতা সুবহা-নাকা’ পাঠ করা

দু‘আ-১ : যে কোন বিষয়ে বা প্রয়োজনে বলা,

لَا  إِلٰهَ  إِلَّا  أَنْتَ سُبْحَانَكَ  إِنِّيْ  كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ

উচ্চারণ : লা-ইলা-হা ইল্লা আংতা সুবহা-নাকা ইন্নী কুংতু মিনায যলিমীন।

অর্থ : ‘আপনি ব্যতীত সত্য কোন মা‘বূদ নেই, আপনি অতি পবিত্র। নিশ্চয়ই আমি যালিমদের দলভুক্ত’।

ফযীলত : সা‘দ ইবনু আবী ওয়াক্কাস (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোন মুসলিম ব্যক্তি কোন বিষয়ে কখনো এ দু‘আ করলে অবশ্যই আল্লাহ তা‘আলা তার দু‘আ কবুল করেন (তিরমিযী, হা/৩৫০৫; সনদ ছহীহ)।




প্রসঙ্গসমূহ »: দু‘আ
বৃষ্টি, ঝড়-তুফান ও মেঘের গর্জনে দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (৩য় বর্ষ, ১ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দুশ্চিন্তাগ্রস্ত ও বিপদগ্রস্ত এবং কারারুদ্ধ ব্যক্তির দু‘আ - আল-ইখলাছ ডেস্ক
ঈদ, কুরবানী, হজ্জ ও ওমরাহ - আল-ইখলাছ ডেস্ক
দু‘আ ও যিকির : বিবাহ ও পরিবার
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৫ম সংখ্যা) - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
দু‘আ ও যিকির : যে কোন সময় (রাতে ও দিনে) পঠিতব্য দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক
আল-কুরআনে বর্ণিত দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৬ষ্ঠ সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৮ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দুশ্চিন্তা ও বিপদগ্রস্ত এবং কারারুদ্ধ ব্যক্তির দু‘আ - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ২য় সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক

ফেসবুক পেজ