শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন

শয্যা ত্যাগের দু‘আ


দু‘আ-৪ : আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, কেউ যখন ঘুম থেকে জাগ্রত হয়, সে যেন বলে,

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ عَافَانِىْ فِىْ جَسَدِىْ وَ رَدَّ عَلَىَّ رُوْحِىْ وَ أَذِنَ لِىْ بِذِكْرِهِ

উচ্চারণ : ‘আলহামদু লিল্লা-হিল্লাযী ‘আ-ফা-নী ফী জাসাদী ওয়া রদ্দা ‘আলাইইয়া রূহী ওয়া আযিনা লী বিযিক্রিহি’।
অর্থ : ‘সকল প্রশংসা ঐ আল্লাহর জন্য, যিনি আমার শরীরে নিরাপত্তা দান করেছেন, আমার আত্মা ফেরত দিয়েছেন এবং তাঁকে স্মরণ করার সুযোগ দিয়েছেন’ (তিরমিযী, হা/৩৪০১; সনদ ‘হাসান’)।

তাহাজ্জুদের পূর্বে পঠিতব্য দু‘আ


দু‘আ-৫ :   আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন রাতে জাগতেন, তখন নিম্নের দু‘আসমূহ বলতেন।

اَللّٰهُ اَكْبَرُ

উচ্চারণ : ‘আল্লহু আকবার’ (দশ বার)।
অর্থ : ‘আল্লাহ মহান’ (আবূ দাঊদ, হা/৫০৮৫; সনদ ‘হাসান ছহীহ’)।

اَلْحَمْدُ لِلّٰهِ

উচ্চারণ : ‘আল-হামদু লি-ল্লাহ’ (দশ বার)।
অর্থ : ‘যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য’ (আবূ দাঊদ, হা/৫০৮৫; সনদ ‘হাসান ছহীহ’)।

سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهِ

উচ্চারণ : ‘সুবহা-না ল্ল-হি ওয়া বিহামদিহি’ (দশ বার)।
অর্থ : ‘আল্লাহ মহা পবিত্র এবং সকল প্রশংসা তাঁর জন্য’ (আবূ দাঊদ, হা/৫০৮৫; সনদ ‘হাসান ছহীহ’)।

سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوْسِ

উচ্চারণ : ‘সুবহা-নাল মালিকিল কুদ্দূস’ (দশ বার)।
অর্থ : ‘মহা অধিপতি মহাপবিত্র আল্লাহ’ (আবূ দাঊদ, হা/৫০৮৫; সনদ ‘হাসান ছহীহ’)।

اسْتَغْفِرُ اللّٰهَ

উচ্চারণ : ‘আসতাগফিরুল্ল-হ’ (দশ বার)।
অর্থ : ‘আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি’ (আবূ দাঊদ, হা/৫০৮৫; সনদ ‘হাসান ছহীহ’)।

لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ

উচ্চারণ : ‘লা ইলা-হা ইল্লা-ল্লাাহ’ (দশ বার)।
অর্থ : ‘আল্লাহ ব্যতীত সত্য কোন মা‘বূদ নেই’ (আবূ দাঊদ, হা/৫০৮৫; সনদ ‘হাসান ছহীহ’)।

اَللّٰهُمَّ   إِنِّيْ   أَعُوْذُ بِكَ  مِنْ ضَيْقِ الدُّنْيَا وَضَيْقِ يَوْمِ الْقِيَامَةِ

উচ্চারণ : ‘আল্ল-হুম্মা ইন্নি আ‘য়ূযুবিকা মিন যীক্বিদ দুন্ইয়া ওয়া যীক্বি ইয়াওমিল ক্বিয়ামাহ’ (দশ বার)।
অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার নিকট দুনিয়া ও আখিরাতের যাবতীয় অভাব, সংকীর্ণতা ও বিপদগ্রস্ততা হতে আশ্রয় চাচ্ছি’ (আবূ দাঊদ, হা/৫০৮৫; সনদ ‘হাসান ছহীহ’)।

সকাল-সন্ধ্যার (ফজর ও মাগরিব ছালাতের পর) দু‘আসমূহ


দু‘আ-১ : সকাল-সন্ধ্যায় আয়াতুল কুরসী পাঠ করা (সূরা আল-বাক্বারাহ : ২৫৫; মুসতাদরাক হাকিম, হা/২০৬৪; সনদ‘ ছহীহ’)।

দু‘আ-২ : সকাল-সন্ধ্যায় তিনবার করে সূরা ইখলাছ, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করা (আবূ দাঊদ, হা/৫০৮২; ‘শিষ্টাচার’ অধ্যায়; ‘সকালে ঘুম থেকে উঠে যা বলতে হয়’ অনুচ্ছেদ;  তিরমিযী, হা/৩৫৭৫, সনদ ‘ছহীহ’)।

দু‘আ-৩ : আবূ বকর (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সকাল-সন্ধ্যায় তিনবার করে বলতেন,

  اَللّٰهُمَّ  عَافِنِىْ فِىْ بَدَنِىْ اَللّٰهُمَّ عَافِنِىْ فِىْ سَمْعِىْ  اَللّٰهُمَّ عَافِنِىْ فِىْ بَصَرِىْ   لَاۤ   اِلٰہَ   اِلَّا  أَنْتَ، اَللّٰهُمَّ إِنِّىْ أَعُوْذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ اَللّٰهُمَّ إِنِّىْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ لَاۤ   اِلٰہَ   اِلَّا   أَنْتَ

উচ্চারণ : ‘আল্ল-হুম্মা ‘আ-ফিনী ফী বাদানী, আল্ল-হুম্মা ‘আ-ফিনী ফী সামঈ, আল্ল-হুম্মা ‘আ-ফিনী ফী বাছারী। লা-ইলা-হা ইল্লা আংতা; আল্ল-হুম্মা ইন্নী আ‘য়ূযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাক্বরি, আল্ল-হুম্মা ইন্নী আ‘য়ূযুবিকা মিন ‘আযাবিল ক্ববরি লা ইলা-হা ইল্লা আন্তা’।
অর্থ : ‘হে আল্লাহ! আপনি আমার শরীরে নিরাপত্তা দান করুন, আমার শ্রবণ শক্তিকে নিরাপত্তা দান করুন এবং আমার দৃষ্টিশক্তিতে নিরাপত্ত দান করুন। আপনি ব্যতীত সত্য কোন মা‘বূদ নেই। হে আল্লাহ! আমি আপনার নিকট কুফরী ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ! আমি কবরের শাস্তি হতে আপনার নিকট আশ্রয় চাচ্ছি, আপনি ব্যতীত সত্য কোন মা‘বূদ নেই’ (আদাবুল মুফরাদ, হা/৭০১; আবূ দাঊদ, হা/৫০৯০, সনদ ‘হাসান’; মিশকাত, হা/২৪১৩)।




প্রসঙ্গসমূহ »: দু‘আ
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৩য় সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ১১তম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
বিবাহ ও পরিবার : নববিবাহিত স্বামী-স্ত্রীর জন্য দু‘আ - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৫ম সংখ্যা) - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
দুশ্চিন্তা ও বিপদগ্রস্ত এবং কারারুদ্ধ ব্যক্তির দু‘আ - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৪র্থ সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৭ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৮ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ১২তম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৯ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৮ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দুশ্চিন্তাগ্রস্ত ও বিপদগ্রস্ত এবং কারারুদ্ধ ব্যক্তির দু‘আ - আল-ইখলাছ ডেস্ক

ফেসবুক পেজ