সকালের দু‘আসমূহ
দু‘আ-১ : আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সকালে বলতেন,
أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلّٰهِ وَالْحَمْدُ لِلّٰهِ لَاۤ اِلٰہَ اِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْرٍ، اَللّٰهُمَّ إِنِّىْ أَسْألُكَ مِنْ خَيْرِ هِذِهِ الْيَوْمِ وَخَيْرِ مَا فِيْهَا وَأَعُوْذُبِكَ مِنْ شَرِّهَا وَشَرِّمَا فِيْهَا، اَللّٰهُمَّ إِنِّى أَعُوْذُبِكَ مِنَ الْكَسَل وَالْهَرَمِ وَسُوْءِ الْكِبَرِ رَبِّ إِنِّىْ أَعُوْذُبِكَ مِنْ عَذَابٍ فِىْ النَّارِ وَعَذَابٍ فِىْ الْقَبْرِ
উচ্চারণ : ‘আছ্বাহ্না ওয়া আছ্বাহাল মুল্কু লিল্লা-হি, ওয়াল-হামদু লিল্লা-হি। লা-ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহ্দাহু লা-শারীকা লাহু, লাহুল মুল্কু ওয়া লাহুল হাম্দু ওয়া হুওয়া ‘আলা কুল্লি শাইয়িং ক্বদীর। আল্ল-হুম্মা ইন্নী আস্আলুকা মিন খায়রি হা-যিহিল ইয়াওমি ওয়া খইরি মা-ফীহা। ওয়া আ‘ঊযুবিকা মিন র্শারিহা ওয়া র্শারি মা ফীহা। আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়া সূইল কিবার। রব্বি ইন্নী আ‘ঊযুবিকা মিন ‘আযা-বিং ফিন্না-রি ওয়া ‘আযা-বিং ফিল ক্ববর’।
অর্থ : ‘আমরা এবং সমগ্র জগৎ আল্লাহর উদ্দেশ্যে সকালে প্রবেশ করলাম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কোন মা‘বূদ নেই। তিনি এক, তাঁর কোন শরীক নেই। রাজত্ব তাঁরই এবং প্রশংসা মাত্রই তাঁর। তিনি সকল বিষয়ে ক্ষমতাশালী। হে আল্লাহ! আমি আপনার নিকট এ দিনের মঙ্গল চাই এবং এ দিনে যা আছে, তার মঙ্গল কামনা করি। আশ্রয় চাই এ দিনের অমঙ্গল হতে এবং এ দিনে যে অমঙ্গল রয়েছে তা হতে। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই অলসতা, বার্ধক্য ও বার্ধক্যের অপকারিতা হতে। হে আল্লাহ! আশ্রয় চাই জাহান্নামের আযাব ও কবরের শাস্তি হতে’ (ছহীহ মুসলিম, হা/২৭২৩; আবূ দাঊদ, হা/৫০৭১; তিরমিযী, হা/৩৩৯০; মিশকাত, হা/২৩৮১)।
-------
দু‘আ-২ : আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সকালে বলতেন,
اَللّٰهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوْتُ وَإِلَيْكَ الْمَصِيْرُ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা বিকা আছ্বাহ্না ওয়া বিকা আমসায়না ওয়া বিকা নাহ্ইয়া ওয়া বিকা নামূতু ওয়া ইলাইকাল মাছীর’।
অর্থ : ‘হে আল্লাহ! আপনারই সাহায্যে আমরা সকালে উঠি এবং আপনারই সাহায্যে আমরা সন্ধ্যায় পৌঁছি; আপনারই নামে আমরা জীবিত হই এবং আপনারই নামে মৃত্যুবরণ করি, আর আপনার দিকে আমাদের প্রত্যাবর্তন’ (আবূ দাঊদ, হা/৫০৬৮; তিরমিযী, হা/৩৩৯১; ইবনু মাজাহ, হা/৩৮৬৮; সনদ ‘ছহীহ’; মিশকাত, হা/২৩৮৯)।
-------
দু‘আ-৩ : আব্দুর রহমান ইবনু আবযা (রাযিয়াল্লাহু আনহু) তার পিতা থেকে বর্ণনা করে বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সকালে বলতেন,
أَصْبَحْنَا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ وَكَلِمَةِ الْإِخْلَاصِ وَعَلَى دِيْنِ نَبِيِّنَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى مِلَّةِ أَبِيْنَا إِبْرَاهِيْمَ حَنِيْفًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ.
উচ্চারণ : ‘আছবাহনা ‘আলা ফিত্বরাতিল ইসলামি ওয়া কালিমাতিল ইখলাছ ওয়া ‘আলা দ্বীনি নাবিয়্যিনা মুহাম্মাদ ওয়া ‘আলা মিল্লাতি আবীনা ইবরাহীমা হানীফা ওয়ামা কা-না মিনাল মুশরিকীন’।
অর্থ : ‘আমরা ইসলামের ফিতরাত, কালিমাতুল ইখলাছ, আমাদের নবী মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর দ্বীন এবং আমাদের পিতা ইবরাহীম (আলাইহিস সালাম)-এর মিল্লাাতের উপর সকাল করলাম । তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না’ (মুসনাদে আহমাদ, হা/১৫৩৯৭, ১৫৪০০; সনদ ছহীহ)।
-------
দু‘আ-৪ : উম্মে সালামা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সকালে বলতেন,
اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَعَمَلًا مُتَقَبَّلًا وَرِزْقًا طَيِّبًا
উচ্চারণ : ‘আল্ল-হুম্মা ইন্নী আসআলুকা ‘ইলমান না-ফি‘য়ান ওয়া ‘আমালান মুতাক্বাব্বালান ওয়া রিযক্বান ত্বয়্যেবান’।
অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান, কবুলযোগ্য আমল ও হালাল রিযিক চাচ্ছি’ (মুসনাদে আহমাদ, হা/২৬৫২১; ইবনু মাজাহ, হা/৯২৫; আদ দা‘ওয়াতুল কাবীর, হা/৯৯)।