শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন

দুশ্চিন্তাগ্রস্ত ও বিপদগ্রস্ত এবং কারারুদ্ধ ব্যক্তির দু‘আ


কঠিন বিপদাপদ বা দুশ্চিন্তাগ্রস্তের সময় দু‘আ ও যিকর

দু‘আ-১ : ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ইবরাহীম (আলাইহিস সালাম)-কে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, তখন তিনি বলেছিলেন,  

حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ

উচ্চারণ : হাসবুনাল্ল-হু ওয়া নি‘মাল ওয়াকীল।
অর্থ : ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি কতইনা উত্তম কর্মবিধায়ক’ (ছহীহ বুখারী, হা/৪৫৬৩)।

দু‘আ-২ : সা‘দ  ইবনু আবী ওয়াক্কাছ (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মাছওয়ালা নবী ইউনুস (আলাইহিস সালাম)-এর দু‘আ হল এই যে, যখন তিনি মাছের পেট থেকে দু‘আ করেছিলেন,

لَا  إِلٰهَ  إِلَّا  أَنْتَ سُبْحَانَكَ إِنِّيْ   كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ

অর্থ : ‘আপনি ব্যতীত সত্য কোন মা‘বূদ নেই, আপনি পবিত্র আর আমি অত্যাচারী অপরাধী’।
ফযীলত : যখন কোন মুসলিম কোন ব্যাপারে কখনো এই দু‘আ করবে, তখন নিশ্চয় আল্লাহ তা‘আলা তার দু‘আ কবুল করবেন (মুসনাদে আহমাদ, হা/১৪৬২; তিরমিযী, হা/৩৫০৫, সনদ ছহীহ)।

দু‘আ-৩ : ইবনু মাসঊদ (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন ব্যক্তির উপর যখন কোন বিপদাপদ বা দুশ্চিন্তা ভর করে এবং সে বলে,

اَللّٰهُمَّ  إِنِّيْ  عَبْدُكَ وَابْنُ عَبْدِكَ وَابْنُ أَمَتِكَ نَاصِيَتِيْ  بِيَدِكَ  مَاضٍ فِيَّ حُكْمُكَ عَدْلٌ  فِيَّ  قَضَائُكَ أَسْأَلُكَ  بِكُلِّ اسْمٍ  هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ أَوْ أَنْزَلْتَهُ فِيْ كِتَابِكَ  أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِيْ عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيْعَ قَلْبِيْ وَجِلَاءَ حُزْنِيْ  وَذَهَابَ هَمِّيْ وَغَمِّي

উচ্চারণ : আল্ল-হুম্মা ইন্নী ‘আবদুকা ওয়াবনু ‘আবদিকা ওয়াবনু আমাতিকা নাছিয়াতী বিয়াদিকা মাযিন ফীয়্যা হুকমুকা ‘আদলুন ফিয়্যা ক্বাযাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মায়তা বিহি নাফসাকা আও আংযালতাহু ফী কিতাবিকা আও ‘আল্লামতাহু আহাদান মিন খলক্বিকা আও ইসতা’ছারতা বিহি ফী ‘ইলমিল গায়বি ‘ইংদাকা আং তাজ‘আল কুরআন রবী‘আ ক্বলবী ওয়া জিলাআ হুযনী ওয়া যাহাবা হাম্মী ওয়া গম্মী।
অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার বান্দা। আপনার বান্দা ও বান্দীর ছেলে। আমার ভাগ্য আপনার হাতে। আমি আপনার নির্দেশের উপর অটল। আপনার ফয়সালা গ্রহণে নিরপেক্ষ। আপনি নিজের জন্য যে সকল নাম নির্ধারণ করেছ, অথবা আপনার কিতাবে অবতীর্ণ করেছেন, অথবা আপনার সৃষ্টির কাউকে শিক্ষা দিয়েছেন, অথবা যার দ্বারা আপনি গায়েবের জ্ঞানকে নিজের করে নিয়েছেন, সে সকল নামের ওছীলায় প্রার্থনা করছি। আপনি কুরআনকে করুন আমার অন্তরের জন্য বসন্তকালীন বৃষ্টির ন্যায়, দুশ্চিন্তা দুরকারী, বিষণ্ণ তা দুরকারী’।

ফযীলত : কেউ যদি বিপদাপদ ও দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় এ দু‘আ পড়ে, তাহলে মহান আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে তার অন্তরকে খুশিতে ভরে দিবেন (মুসনাদে আহমাদ, হা/৪৩১৮; ছহীহ ইবনে হিব্বান, হা/৯৭২; সিলসিলা ছহীহাহ, হা/১৯৯)।

দু‘আ-৪ : আবূ বাকরাহ (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বিপদগ্রস্ত লোকের দু‘আ হল,

اَللّٰهُمَّ رَحْمَتَكَ أَرْجُوْ فَلَا تَكِلْنِيْ إِلَى نَفْسِيْ طَرْفَةَ عَيْنٍ وَأَصْلِحْ لِيْ شَأْنِيْ كُلَّهُ

উচ্চারণ : আল্ল-হুম্মা রহমাতাকা আরজূ ফালা তাকিলনী ইলা নাফসী ত্বরফাতা ‘আইনিন ওয়া আছলিছ লী শা’নী কুল্লাহু।
অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার রহমতের প্রত্যাশী, আপনি আমাকে আমার নাফসের হাতে সমর্পণ করবেন না এক মুহূর্তের জন্য। আর আপনি আমার সব ব্যাপার সুষ্ঠুভাবে সম্পন্ন করে দিন। আর আপনি ব্যতীত কোন সত্যিকারের ইলাহ নেই’ (মুছান্নাফে ইবনু আবী শায়বা, হা/২৯১৫৪; ছহীহ ইবনে হিব্বান, হা/৯৭০, সনদ হাসান)।

দু‘আ-৫ : আসমা বিনতে উমায়েস (রাযিয়াল্লাহু আনহা) বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিক্ষা দিব না, যা তুমি বিপদাপদের সময় পাঠ করতে পার? অতঃপর তিনি বলেন,

اَللّٰهُ  اَللّٰهُ  رَبِّيْ  لَا  أُشْرِكُ بِهِ شَيْئًا

উচ্চারণ : আল্ল-হু, আল্ল-হু রব্বী, লা উশরিকু বিহি শায়আন।
অর্থ : ‘আল্লাহ, আল্লাহই আমার রব, আমি তাঁর সাথে কাউকে শরীক করি না’ (আবূ দাঊদ, হা/১৫২৫, সনদ ছহীহ)।




প্রসঙ্গসমূহ »: দু‘আ
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৭ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ১ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ১২তম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দু‘আ ও যিকির : যে কোন সময় (রাতে ও দিনে) পঠিতব্য দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (৩য় বর্ষ, ২য় সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
রামাযান সংক্রান্ত যরূরী দু‘আ সমূহ - আল-ইখলাছ ডেস্ক
আল-কুরআনে বর্ণিত দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ১১তম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দু‘আ ও যিকির : বৃষ্টি, ঝড়-তুফান এবং মেঘের গর্জন - আল-ইখলাছ ডেস্ক
খাদ্য ও পানীয় পান করার সময় দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৪র্থ সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
খাদ্য ও পানীয় পান করার সময় দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক

ফেসবুক পেজ