সোমবার, ১৯ মে ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ
রাতে শয্যা গ্রহণের দু‘আ

দু‘আ-১২ : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন বিছানায় আশ্রয় নিতেন, তখন বলতেন,

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ أَطْعَمَنَا وَسَقَانَا وَكَفَانَا وَآوَانَا فَكَمْ مِمَّنْ لَا كَافِيَ لَهُ وَلَا مُؤْوِيَ

উচ্চারণ : ‘আলহামদু লিল্লা-হিল্লাযী আত্ব ‘আমানা- ওয়া সাক্বা-না- ওয়া কাফা-না ওয়া আ-ওয়া-না- ফাকাম মিম্মান লা- কা-ফিয়া লাহু ওয়ালা মু’বিয়া’।
অর্থ : ‘যাবতীয় প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাদেরকে খাওয়ালেন, পান করালেন, আমাদের প্রয়োজন নির্বাহ করলেন এবং আমাদেরকে আশ্রয় দিলেন, অথচ এমন কত লোক রয়েছে, যাদের না আছে কেউ প্রয়োজন নির্বাহক আর না আছে কেউ আশ্রয়দাতা’ (ছহীহ মুসলিম, হা/২৭১৫; মিশকাত, হা/২৩৮৬)।

দু‘আ-১৩ : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন বিছানায় আশ্রয় নিতেন, তখন বলতেন,

اَللّٰهُمَّ رَبَّ السَّمَوَاتِ وَرَبَّ الأَرْضِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَىْءٍ فَالِقَ الْحَبِّ وَالنَّوَى وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالإِنْجِيْلِ وَالْفُرْقَانِ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَىْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ اَللّٰهُمَّ أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَىْءٌ وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَىْءٌ وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَىْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُوْنَكَ شَىْءٌ اقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ

উচ্চারণ : ‘আল্ল-হুম্মা রব্বাস্ সামা-ওয়া-তি ওয়া রব্বাল র্আযি ওয়া রব্বাল ‘র্আশিল ‘আযীম, রব্বানা- ওয়া রব্বা কুল্লি শাইয়িন্ ফা-লিক্বাল হাব্বি ওয়ান্ নাওয়া ওয়া মুনযিলাত তাওর-তি ওয়াল ইনজীল ওয়াল ফুরক্বা-নি আঊযুবিকা মিন্ শাররি কুল্লি শাইয়িন আংতা আ-খিযুম বিনা-সিয়াতিহি, আল্ল-হুম্মা আংতাল আওওয়ালু ফালাইসা ক্ববলাকা শাইউন ওয়া আংতাল আ-খিরু ফালাইসা বা‘দাকা শাইউন ওয়া আংতায যা-হিরু ফালাইসা ফাওক্বাকা শাইউন ওয়া আংতাল বা-তিনু ফালাইসা দূনাকা শাইউন ইকযি ‘আন্নাদ দাইনা ওয়া আগনিনা- মিনাল ফাক্বরি’।
অর্থ : ‘হে আল্লাহ! আপনি আকাশম-লী, যমীন ও মহান ‘আরশের রব। আমাদের রব ও সব কিছুর পালনকর্তা। আপনি শস্য ও বীজের সৃষ্টিকর্তা, আপনি তাওরাত, ইনজীল ও ফুরক্বান অবতীর্ণকারী। আমি আপনার নিকট সকল বিষয়ের খারাবী হতে আশ্রয় চাই। আপনিই একমাত্র সব বিষয়ের পরিচর্যাকারী। হে আল্লাহ! আপনিই শুরু, আপনার আগে কোন কিছুর অস্তিত্ব নেই এবং আপনিই শেষ, আপনার পরে কোন কিছু নেই। আপনিই প্রকাশ, আপনার ঊর্ধ্বে কেউ নেই। আপনিই বাত্বিন, আপনার অগোচরে কিছু নেই। আমাদের ঋণকে আদায় করে দিন এবং অভাব থেকে আমাদেরকে সচ্ছলতা দিন’ (ছহীহ মুসলিম, হা/২৭১৩; আবূ দাঊদ, হা/৫০৫১; তিরমিযী, হা/৩৪৮১; ইবনু মাজাহ, হা/৩৮৭৩)।

দু‘আ-১৪ : একদা আবূ বকর (রাযিয়াল্লাহু আনহু) বললেন, হে আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! আমাকে একটি দু‘আর নির্দেশ দিন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তুমি যখন সকালে উঠবে, সন্ধ্যায় উপনীত হবে এবং (রাতের) শয্যা গ্রহণ করবে, তখন বলবে,

اَللّٰهُمَّ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيْكَهُ أَشْهَدُ أَنْ لَّا إِلٰهَ إِلَّا أَنْتَ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِيْ وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ وَأَنْ أَقْتَرِفَ عَلٰى نَفْسِيْ سُوْءًا أَوْ أَجُرَّهُ إِلٰى مُسْلِمٍ

উচ্চারণ : ‘আল্ল-হুম্মা ‘আ-লিমাল গাইবি ওয়াশ শাহা-দাতি ফা-ত্বিরাস সামা-ওয়া-তি ওয়াল আরযি রব্বা কুল্লি শাইয়িন ওয়া মালীকাহু আশহাদু আং লা- ইলা-হা ইল্লা- আংতা আ‘য়ূযুবিকা মিং র্শারি নাফ্সী ওয়া মিং র্শারিশ শাইত্ব-নি ওয়া শিরকিহি ওয়া আন্ আক্বতারিফা ‘আলা- নাফসী সূয়ান আও আর্জুরাহু ইলা- মুসলিমিন’।
অর্থ : ‘হে আল্লাহ! যিনি অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানী, আসমান ও যমীনের স্রষ্টা, প্রত্যেক বস্তুর পালক ও অধিকারী- আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ব্যতীত সত্য কোন মা‘বূদ নেই, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমার মনের মন্দ হতে, শয়তানের মন্দ ও তার শিরক হতে এবং আমি অন্যায় কাজে জড়িয়ে পড়া বা কোন মুসলিমকে অপরাধের দিকে ধাবিত করা হতে আশ্রয় চাচ্ছি’ (আল-আদাবুল মুফরাদ, হা/১২০৪; তিরমিযী, হা/৩৩৯২; আবূ দাঊদ, হা/৫০৬৭; দারেমী, হা/২৬৮৯; সনদ ছহীহ)।

(ইনশাআল্লাহ চলবে)




প্রসঙ্গসমূহ »: দু‘আ
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৫ম সংখ্যা) - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
দু‘আ ও যিকির : যে কোন সময় (রাতে ও দিনে) পঠিতব্য দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (৩য় বর্ষ, ৫ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দু‘আ ও যিকির : যে কোন সময় (রাতে ও দিনে) পঠিতব্য দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক
দুশ্চিন্তাগ্রস্ত ও বিপদগ্রস্ত এবং কারারুদ্ধ ব্যক্তির দু‘আ - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ২য় সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
শিষ্টাচার - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৩য় সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৭ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৪র্থ সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ১ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (৩য় বর্ষ, ১ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক

ফেসবুক পেজ