শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন

দৈনন্দিন পঠিতব্য দু‘আসমূহ


হজ্জ ও ওমরাহ


মুযদালিফায় দু‘আ

জাবির ইবনু আব্দুল্লাহ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাসওয়ার পিঠে আরোহণ করে মাশ‘আরুল হারাম নামক স্থানে (মুযদালিফায়) এসে ক্বিবলামুখী হয়ে আল্লাহর নিকট নিম্নের দু‘আগুলো করেন,

اَللّٰهُ اَكْبَرُ

উচ্চারণ : ‘আল্ল-হু আকবার’। অর্থ : ‘আল্লাহ মহান’।

لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ

উচ্চারণ : ‘লা ইলা-হা ইল্লাল্লা-হু’। অর্থ : ‘আল্লাহ ব্যতীত সত্য কোন মা‘বূদ নেই’।

اَلْحَمْدُ لِلّٰهِ

উচ্চারণ : ‘আলহামদু লিল্লা-হি’। অর্থ : ‘যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য’।

জ্ঞাতব্য : মাশ‘আরুল হারাম’ তথা মুযদালিফায় কৃত দু‘আ আল্লাহ তা‘আলা কবুল করেন (ছহীহ মুসলিম, হা/১২১৮)। অতএব উক্ত দু‘আর কোন নির্দিষ্ট সংখ্যা নেই। যতখুশি তত পড়া যায়। এ জায়গায় অবস্থানকালে দু’হাত উত্তোলন করে দু‘আ করা যায় (মাজমুঊ ফাতাওয়া ইবনু বায, ১৭তম খণ্ড, পৃ. ২৭৮)

জামরায় পাথর নিক্ষেপের সময় দু‘আ

রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রথম জামরায় ৭টি, মধ্যবর্তী জামরায় ৭টি এবং জামরায়ে ‘আক্বাবায় ৭টি কঙ্কর মারতেন এবং প্রতিটি কঙ্কর মারার সময় (তাকবীর) বলতেন,

اَللّٰهُ اَكْبَرُ

উচ্চারণ : ‘আল্ল-হু আকবার’। অর্থ : ‘আল্লাহ মহান’ (ছহীহ বুখারী, হা/১৭৫৩)

যমযমের পানি পান করার সময় দু‘আ

যমযম পানি পান করার সময় দাঁড়িয়ে বলবে,

بِسْمِ اللّٰهِ

উচ্চারণ : ‘বিসমিল্লা-হি’। অর্থ : ‘আল্লাহর নামে (পানি পান করছি)’ (ছহীহ বুখারী, হা/৫৩৭৬; ছহীহ মুসলিম, হা/২০২২)

ঈদ ও কুরবানী

ঈদুল ফিতর ও ঈদুল আযহার তাকবীর

ছাহাবীগণ ঈদের দিন নিম্নোক্ত তাকবীর পাঠ করতেন,

اَللّٰہُ أَكْبَرُ اَللّٰهُ أَكْبَرُ لَا إِ لٰہَ إِلَّا اللّٰهَ وَ اللّٰهُ أَكْبَرُ اَللّٰهُ أَكْبَرُ وَ لِلّٰهِ الْحَمْدُ

উচ্চারণ : ‘আল্লা-হু আকবার আল্লা-হু আকবার লা ইলা-হা ইল্লাল্লা-হু, আল্লা-হু আকবার আল্লা-হু আকবার ওয়া লিল্লা-হিল হাম্দ’।
অর্থ :  আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ ব্যতীত সত্য কোন মা‘বূদ নেই। আল্লাহ মহান, আল্লাহ মহান। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য (মুছান্নাফ ইবনে আবী শায়বা, হা/৫৬৯৭; সনদ ছহীহ, ইরওয়াউল গালীল, ৩য় খণ্ড, পৃ. ১২৫)

ঈদের শুভেচ্ছা বিনিময়

রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ছাহাবীগণ ঈদের দিন পারস্পরিক সাক্ষাৎ হলে একে অপরকে বলতেন,

تَقَبَّلَ  اللّٰهُ  مِنَّا وَمِنْكَ

উচ্চারণ : ‘তাক্বাব্বালাল্লা-হু মিন্না ওয়া মিনকা’।
অর্থ :  আল্লাহ আমাদের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে কবুল করুন (ইবনু হাজার ‘আসক্বালানী, ফাৎহুল বারী (বৈরূত : দারুল মা‘রেফা, ১৩৭৯ হি.), ২য় খণ্ড, পৃ. ৪৪৬; জামিঊ ছহীহিল আযকার লিল আলবানী, হা/৬১৭-৬১৮)

কুরবানী বা যব্হ করার সময় দু‘আ

দু‘আ-১ : আনাস (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যব্হ করার সময় বলেছেন,

بِسْمِ اللّٰهِ وَاللّٰهُ أَكْبَرُ

উচ্চারণ : ‘বিসমিল্লা-হি ওয়াল্ল-হু আকবার’।
অর্থ : আল্লাহর নামে (যব্হ করছি) আর আল্লাহ মহান (ছহীহ বুখারী, হা/৫৫৬৫; ছহীহ মুসলিম, হা/১৯৬৬; মিশকাত, হা/১৪৫৩)

দু‘আ-২ : জুনদুব (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে কুরবানী বা যব্হ করবে সে যেন বলে,

بِسْمِ اللّٰهِ

উচ্চারণ : ‘বিসমিল্লা-হি’।

অর্থ : আল্লাহর নামে (যব্হ করছি) (ছহীহ বুখারী, হা/৯৮৫, ৬৬৭৪, ৭৪০০; ছহীহ মুসলিম, হা/১৯৬০; মুসনাদে আহমাদ, হা/১৮৮২০; মিশকাত, হা/১৪৭২)




প্রসঙ্গসমূহ »: দু‘আ
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৬ষ্ঠ সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (৩য় বর্ষ, ৫ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ১০ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ,১০ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৫ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ১১তম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৪র্থ সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ১২তম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (৩য় বর্ষ, ১ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (৩য় বর্ষ, ৩য় সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
মহান আল্লাহর অনুগ্রহ ও ক্ষমা লাভের দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক
দুশ্চিন্তাগ্রস্ত ও বিপদগ্রস্ত এবং কারারুদ্ধ ব্যক্তির দু‘আ - আল-ইখলাছ ডেস্ক

ফেসবুক পেজ