মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন
 
দৈনন্দিন পঠিতব্য দু‘আসমূহ

নিদ্রাবস্থায় খারাপ স্বপ্ন দেখলে দু‘আ

মানুষ ঘুমের মধ্যে সত্য-মিথ্যা এবং ভাল-মন্দ স্বপ্ন দেখে। সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ হতে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়। সুতরাং যখন কেউ ভাল স্বপ্ন দেখে, সে যেন শুধু এমন ব্যক্তির কাছে প্রকাশ করে, যাকে সে ভালবাসে। আর যদি কেউ এমন স্বপ্ন দেখে, যা তার নিকট অপসন্দনীয়, তাহলে সে যেন তার ক্ষতি এবং শয়তানের অনিষ্ট হতে আল্লাহর নিকট আশ্রয় চায় এবং বাম দিকে তিনবার থুথু ফেলে। আর স্বপ্নটি যেন কারো নিকট প্রকাশ না করে, তাহলে তার কোন ক্ষতি হবে না (ছহীহ বুখারী, হা/৩২৯২, ৬৯৮৬; ছহীহ মুসলিম, হা/২২৬১) এবং স্বপ্ন দেখার সময় যে পার্শ্বে শায়িত ছিল, সে যেন তা পরিবর্তন করে নেয় (ছহীহ মুসলিম, হা/২২৬২)।

দু‘আ-১ :  জাবের (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যদি তোমাদের কেউ স্বপ্ন দেখে, যা সে খারাপ মনে করে, তখন সে যেন নিজের বাম দিকে তিনবার থুথু ফেলে এবং শয়তান হতে আল্লাহর কাছে তিনবার আশ্রয় চায়,

أعُوْذُ بِاللّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ. 

উচ্চারণ : আ‘ঊযুবিল্লা-হি মিনাশ শায়ত্ব-র্নি রজীম।

অর্থ : ‘আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি’।

 

শয্যা ত্যাগের দু‘আসমূহ

দু‘আ-১ : হুযায়ফা (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যখন রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঘুম থেকে জাগ্রত হতেন তখন বলতেন,

اَلْحَمْدُ لِلّهِ الَّذِى أحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَ إِلَيْهِ النُّشُوْرُ.

উচ্চারণ : আলহামদু লিল্লাহ-হিল্লাযী আহ্ইয়া-না- বা‘দা মা- আমা-তানা- ওয়া ইলাইহিন নুশূর।

অর্থ: ‘ঐ আল্লাহর প্রশংসা, যিনি মৃত্যুর পর আমাদেরকে পুনরায় জীবিত করলেন। আমাদের প্রত্যাবর্তন তাঁরই দিকে’ (ছহীহ বুখারী, হা/৬৩১২, ৬৩১৪; ছহীহ মুসলিম, হা/২৭১১; আবূ দাঊদ, হা/৫০৪৯; ইবনু মাজাহ, হা/৩৮৮০)।

দু‘আ-২ : ওবাদা বিন ছামিত (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি রাত্রে জেগে বলে,

لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ وَسُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلهِ وَلَا إِلَهَ إِلَّا اللهُ وَاللهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ اللَّهُمَّ اغْفِرْ لِى.

উচ্চারণ : লা-ইলাহা ইল্লাল্লা-হু ওয়াহদাহূ লা-শারীকা লাহু, লাহুল মুল্কু ওয়া লাহুল হাম্দু ওয়া হুয়া ‘আলা- কুল্লি শাইয়িং ক্বদীর, ওয়া সুব্হা-নাল্লা-হি ওয়াল হামদু লিল্লা-হি ওয়ালা- ইলা-হা ইল্লাল্লাহ-হু ওয়াল্লা-হু আকবার, ওয়া লা- হাওলা ওয়ালা- কুওওয়াতা ইল্লা- বিল্লাহ আল্লাহুম্মাগ ফিরলী।

অর্থ : ‘আল্লাহ ব্যতীত সত্য কোন মা‘বূদ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই, রাজত্ব তাঁরই, প্রশংসা তাঁরই, তিনি সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ ব্যতীত সত্য কোন মা‘বূদ নেই, আল্লাহ অতি মহান, আল্লাহর সাহায্য ব্যতীত আমার কোন শক্তি ও সামর্থ্য নেই’।

ফযীলত : যে ব্যক্তি উপরিউক্ত দু‘আ পড়ে কোন প্রার্থনা করে, আল্লাহ তার আবেদন মঞ্জুর করেন এবং সে যদি ওযূ করে ছালাত আদায় করে, আল্লাহ তার সে ছালাত কবুল করেন (ছহীহ বুখারী, হা/১১৫৪)।

দু‘আ-৩ :  রবী‘আ ইবনু কা‘ব আল-আসলামী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন রাতে উঠতেন দীর্ঘ সময় পর্যন্ত বলতেন,  

سُبْحَانَ رَبِّ الْعَالَمِيْنَ سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ.

উচ্চারণ : সুবহা-না রাব্বিল আলামীন, ‘সুবহা-নাল্লা-হি ওয়া বিহাম্দিহি।

অর্থ : আমি পবিত্রতা ঘোষণা করছি জগৎসমূহের প্রতিপালকের। আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তাঁর প্রশংসার সাথে (নাসাঈ, হা/১৬১৮; ইবনু মাজাহ, হা/৩৮৭৯)।




প্রসঙ্গসমূহ »: আমল দু‘আ
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৫ম সংখ্যা) - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
দু‘আ ও ‍যিকির : ঈদ, কুরবানী, হজ্জ ও ওমরাহ - আল-ইখলাছ ডেস্ক
রামাযান সংক্রান্ত যরূরী দু‘আ সমূহ - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৩য় সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দু‘আ ও যিকির : যে কোন সময় (রাতে ও দিনে) পঠিতব্য দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক
আল-কুরআনে বর্ণিত দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক
মহান আল্লাহর অনুগ্রহ ও ক্ষমা লাভের দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ১২তম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৬ষ্ঠ সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৭ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
বিবাহ ও পরিবার : নববিবাহিত স্বামী-স্ত্রীর জন্য দু‘আ - আল-ইখলাছ ডেস্ক

ফেসবুক পেজ