শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫২ অপরাহ্ন

বৃষ্টি, ঝড়-তুফান এবং মেঘের গর্জন 

অনাবৃষ্টির সময় দু‘আ ও যিকর



দু‘আ-১ : আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, তিনি বলেন, একবার লোকেরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট অনাবৃষ্টির অভিযোগ করল। তিনি একটি মিম্বার নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন ফলে তাঁর জন্য ঈদগাহে একটি মিম্বার স্থাপন করা হল। তিনি এক (নির্দিষ্ট) তারিখে ঈদগাহে বের হবেন বলে লোকদেরকে কথা দিলেন। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, ফলে সূর্যের কিনারা যখন দেখা দিল, তখন রাসূলুল্লাহ (ﷺ) বের হলেন এবং মিম্বারে বসলেন। অতঃপর আল্লাহর মহত্ত্ব ঘোষণা করলেন ও তাঁর প্রশংসা করলেন। তৎপর বললেন, তোমরা তোমাদের শহরে অনাবৃষ্টি এবং বৃষ্টির নির্দিষ্ট মওসুম অতিক্রম করার অভিযোগ করেছ। আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা যেন তাঁকে ডাক এবং তিনি ওয়াদা দিয়েছেন তোমাদের ডাকে তিনি সাড়া দিবেন। অতঃপর বললেন,

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ، الرَّحْمٰنِ الرَّحِيْمِ، مَالِكِ يَوْمِ الدِّيْنِ، لآ  إِلٰهَ  إِلَّا  اللّٰهُ  يَفْعَلُ مَا يُرِيْدُ- اَللّٰهُمَّ   أَنْتَ اللّٰهُ  لآ  إِلٰهَ إِلَّا أَنْتَ، أَنْتَ الْغَنِيُّ  وَنَحْنُ الْفُقَرَاءُ، أَنْزِلْ عَلَيْنَا الْغَيْثَ  وَاجْعَلْ مَا أَنْزَلْتَ عَلَيْنَا قُوَّةً   وَّ بَلَاغًا إِلَى حِيْنٍ

উচ্চারণ : আলহামদুলিল্লা-হি রব্বিল ‘আ-লামীন, আর-রহমা-নির রহীম, মা-লিকি ইয়াওমিদ্দীন। লা ইলা-হা ইল্লাল্লা-হু ইয়াফ‘আলু মা ইউরীদু। আল্ল-হুম্মা আংতাল্লা-হু লা ইলা-হা ইল্লা আংতা। আংতাল গানিইয়্যু ওয়া নাহ্নুল ফুক্বারা-উ। আনযিল ‘আলায়নাল গায়ছা ওয়াজ‘আল মা আনযালতা ‘আলায়না কুউওয়াতাঁও ওয়া বালা-গান ইলা হীন।

অর্থ : ‘সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি জগৎসমূহের প্রতিপালক, প্রভু, দয়াময় ও দয়ালু, প্রতিফল দিবসের মালিক। আল্লাহ ব্যতীত সত্য কোন মা‘বূদ নেই। তিনি যা ইচ্ছা তাই করেন। হে আল্লাহ! আপনিই আল্লাহ। আপনি ব্যতীত কোন সত্য মা‘বূদ নেই। আপনি কারও মুখাপেক্ষী নন আর আমরা আপনার মুখাপেক্ষী। আমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করুন। আর যা বর্ষণ করবেন তাকে আমাদের শক্তির কারণ এবং দীর্ঘ সময়ের পাথেয় করুন’ (আবূ দাঊদ, হা/১১৭৩, সনদ হাসান)।

 দু‘আ-২ : আমর ইবনু শু‘আইব (রাযিয়াল্লাহু আনহু) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা হতে বর্ণনা করেন যে, তাঁর দাদা বলেছেন, নবী করীম (ﷺ) যখন বৃষ্টি প্রার্থনা করতেন, তখন বলতেন,

اَللّٰهُمَّ  اسْقِ عِبَادَكَ  وَبَهَائِمَكَ  وَانْشُرْ  رَحْمَتَكَ وَاحْيِ بَلَدَكَ الْمَيِّتَ

উচ্চারণ : আল্ল-হুম্মাস্ক্বি ‘ইবা-দাকা ওয়া বাহা-ইমাকা ওয়াংশুর রহমাতাকা ওয়াহ্য়ী বালাদাকাল মাইয়্যিতা।

অর্থ : ‘হে আল্লাহ! আপনি পান করান আপনার বান্দাদেরকে ও জীবজন্তু সমূহকে এবং আপনার রহমত ছড়িয়ে দিন ও আপনার মৃত জনপদকে পুনর্জীবিত করুন’ (মুওয়াত্ত্বা মালেক, হা/৬৪৯; আবূ দাঊদ, হা/১১৭৬, সনদ হাসান)।

দু‘আ-৩ : জাবের (রাযিয়াল্লাহু আনহু) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বৃষ্টি প্রার্থনায় হাত  প্রসারিত করতে এবং এই বলতে দেখেছি যে,

اَللّٰهُمَّ  اسْقِنَا غَيْثًا  مُّغِيْثًا  مَّرِيْئًا  مَّرِيْعًا، نَافِعًا غَيْرَ  ضَارٍّ  عَاجِلاً  غَيْرَ  آجِلٍ

উচ্চারণ :আল্ল-হুম্মাস্ক্বিনা গায়ছাম মুগীছাম মারীআম মারী‘আ, না-ফি‘আন গয়রা র্যরিন ‘আ-যিলান গয়রা আ-জিলিন।

অর্থ : ‘হে আল্লাহ! আমাদের পানি দান করুন, যা সুপেয়, ফসল উৎপাদনকারী, উপকারী ও ক্ষতিকর নয়, সহসা আগমনকারী ও বিলম্বকারী নয়’ (আবূ দাঊদ, হা/১১৬৯, সনদ ছহীহ)।

ফযীলত : জাবের (রাযিয়াল্লাহু আনহু) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বৃষ্টি প্রার্থনায় হাত  প্রসারিত করে এই দু‘আ বলতে দেখেছি। অতঃপর তাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষিত হতে লাগল (আবূ দাঊদ, হা/১১৬৯, সনদ ছহীহ)।

বৃষ্টির সময় দু‘আ ও যিকর

দু‘আ : আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন বৃষ্টি দেখতেন, তখন বলতেন,

اَللّٰهُمَّ  صَيِّبًا   نَافِعًا

উচ্চারণ : আল্ল-হুম্মা ছয়্যিবান না-ফি‘আন।

অর্থ : ‘হে আল্লাহ! প্রচুর ও উপকারী বৃষ্টি বর্ষণ করুন’ (ছহীহ বুখারী, হা/১০৩২; নাসাঈ, হা/১৫২৩; মিশকাত, হা/১৫০০)। 




প্রসঙ্গসমূহ »: আমল দু‘আ
ঈদ, কুরবানী, হজ্জ ও ওমরাহ - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (৩য় বর্ষ, ৫ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৯ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৫ম সংখ্যা) - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৮ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (৩য় বর্ষ, ১ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৩য় সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ১২তম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ২য় সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
বিবাহ ও পরিবার : নববিবাহিত স্বামী-স্ত্রীর জন্য দু‘আ - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৮ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৭ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক

ফেসবুক পেজ