বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

আল-কুরআনে বর্ণিত দু‘আ ও যিকর

 

হেদায়াত চাওয়া এবং তার উপর অটল থাকার দু‘আ


দু‘আ-১ : 
اِہۡدِ نَا الصِّرَاطَ الۡمُسۡتَقِیۡمَ  -   صِرَاطَ الَّذِیۡنَ اَنۡعَمۡتَ عَلَیۡہِمۡ ۙ۬  غَیۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَیۡہِمۡ وَ لَا الضَّآلِّیۡنَ

অর্থ : ‘আমাদেরকে সরল পথের হেদায়াত দিন, তাদের পথ, যাদেরকে আপনি নে‘মত দিয়েছেন, যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়’ (সূরা আল-ফাতিহা : ৫-৭)।

দু‘আ-২ :
رَبَّنَا لَا تُزِغۡ قُلُوۡبَنَا بَعۡدَ  اِذۡ ہَدَیۡتَنَا وَ ہَبۡ لَنَا مِنۡ لَّدُنۡکَ رَحۡمَۃً ۚ اِنَّکَ اَنۡتَ الۡوَہَّابُ

অর্থ : ‘হে আমাদের রব! সরল পথ দেয়ার পর আপনি আমাদের অন্তরসমূহকে সত্য লঙ্ঘনপ্রবণ করবেন না। আর আপনার কাছ থেকে আমাদেরকে করুণা দান করুন, নিশ্চয়ই আপনি মহাদাতা’ (সূরা আলে ‘ইমরান : ৮)।
-----

চক্ষুশীতলকারী স্ত্রী ও সন্তান কামনা করার দু‘আ


দু‘আ-১ : মুমিনগণ চক্ষুশীতলকারী স্ত্রী ও সন্তান কামনা করে বলবে,
رَبَّنَا ہَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا

অর্থ : ‘হে আমাদের রব! আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান করুন যারা হবে আমাদের জন্য চোখজুড়ানো। আর আপনি আমাদেরকে করুন মুত্তাক্বীদের জন্য অনুসরণযোগ্য’ (সূরা আল-ফুরক্বান : ৭৪)।

দু‘আ-২ : ইবরাহীম (আলাইহিস সালাম) সৎকর্মপরায়ণ সন্তান কামনা করে বলেছিলেন,
رَبِّ ہَبۡ  لِیۡ  مِنَ  الصّٰلِحِیۡنَ

অর্থ : ‘হে আমার রব! আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান করুন’ (সূরা আছ-ছাফফাত : ১০০)।

আল্লাহর প্রতি নির্ভরতা, তাঁর অভিমুখী হওয়ার জন্য দু‘আ দু‘আ- : ইবরাহীম (আলাইহিস সালাম) ও তাঁর অনুসারীগণ বলেছিলেন,
رَبَّنَا عَلَیۡکَ تَوَکَّلۡنَا وَ اِلَیۡکَ اَنَبۡنَا وَ  اِلَیۡکَ الۡمَصِیۡرُ - رَبَّنَا لَا تَجۡعَلۡنَا فِتۡنَۃً  لِّلَّذِیۡنَ کَفَرُوۡا وَ اغۡفِرۡ لَنَا رَبَّنَا ۚ اِنَّکَ  اَنۡتَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ

অর্থ : ‘হে আমাদের রব! আমরা আপনারই উপর নির্ভর করেছি, আপনারই অভিমুখী হয়েছি এবং ফিরে যাওয়া তো আপনারই কাছে। হে আমাদের রব! আপনি আমাদেরকে কাফিরদের ফিতনার পাত্র করবেন না। হে আমাদের রব! আপনি আমাদেরকে ক্ষমা করুন; নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়’ (সূরা আলে ‘ইমরান : ৪-৫)।
-----

আল্লাহর অনুগ্রহ এবং যাবতীয় কল্যাণ লাভের দু‘আ


দু‘আ-১ : মূসা (আলাইহিস সালাম) কল্যাণ চেয়ে আল্লাহর মুখাপেক্ষী হয়ে বলেছিলেন,
رَبِّ اِنِّیۡ   لِمَاۤ  اَنۡزَلۡتَ اِلَیَّ  مِنۡ خَیۡرٍ  فَقِیۡرٌ

অর্থ : ‘হে আমার রব! আপনি আমার প্রতি যে অনুগ্রহ করবেন আমি তার কাঙ্গাল’ (সূরা আল-ক্বাছাছ : ২৪)।

দু‘আ-২ : আছহাবে কাহফ আল্লাহর অনুগ্রহ চেয়ে বলেছিলেন,
رَبَّنَاۤ   اٰتِنَا مِنۡ  لَّدُنۡکَ  رَحۡمَۃً  وَّ ہَیِّیٔۡ   لَنَا مِنۡ  اَمۡرِنَا  رَشَدًا

অর্থ : ‘হে আমাদের রব! আপনি নিজ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন’ (সূরা আল-কাহ্ফ : ১০)।
-----

তওবাহ ও ইস্তেগফারের দু‘আ


দু‘আ :  আদম (আলাইহিস সালাম) ও তাঁর স্ত্রী হাওয়া তাঁদের ভুলের জন্য ক্ষমা চেয়ে বলেছিলেন,
رَبَّنَا ظَلَمۡنَاۤ  اَنۡفُسَنَا  وَ  اِنۡ  لَّمۡ تَغۡفِرۡ لَنَا وَ تَرۡحَمۡنَا  لَنَکُوۡنَنَّ مِنَ الۡخٰسِرِیۡن

অর্থ : ‘হে আমাদের রব! আমরা নিজেদের প্রতি যুলুম করেছি। আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব (সূরা আল-আ‘রাফ : ২৩)।




প্রসঙ্গসমূহ »: দু‘আ
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৫ম সংখ্যা) - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
খাদ্য ও পানীয় পান করার সময় দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৮ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দু‘আ ও যিকির : যে কোন সময় (রাতে ও দিনে) পঠিতব্য দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৯ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দু‘আ ও ‍যিকির : ঈদ, কুরবানী, হজ্জ ও ওমরাহ - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৩য় সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৮ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ২য় সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৯ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
বিবাহ ও পরিবার : নববিবাহিত স্বামী-স্ত্রীর জন্য দু‘আ - আল-ইখলাছ ডেস্ক

ফেসবুক পেজ