শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন

মহান আল্লাহর অনুগ্রহ ও ক্ষমা লাভের দু‘আ ও যিকর

 


আল্লাহর অনুগ্রহ এবং যাবতীয় কল্যাণ লাভের দু‘আ

দু‘আ-১ : রাসূলুল্লাহ (ﷺ) বলতেন,

اَللّٰهُمَّ مَا قَضَيْتَ لَنَا مِنْ قَضَاءٍ فَاجْعَلْ عَاقِبَتَهُ رُشْدًا.

উচ্চারণ : আল্ল-হুম্মা মা ক্বাযায়তা লানা মিন ক্বযাইন ফাজ‘আল আ‘ক্বিবাতাহু রুশদান।

অর্থ : ‘হে আল্লাহ! আমাদের জন্য আপনি যা ফয়সালা করেছেন সেগুলোর সুন্দর সমাপ্তি দিন’ (আল-আদাবুল মুফরাদ, হা/৬৩৯; ছহীহুল জামে‘, হা/৪০৪৭, সনদ ছহীহ)।

দু‘আ-২ : মূসা (আলাইহিস সালাম) কল্যাণ চেয়ে আল্লাহর মুখাপেক্ষী হয়ে বলেছিলেন,

رَبِّ اِنِّیۡ   لِمَاۤ  اَنۡزَلۡتَ اِلَیَّ  مِنۡ خَیۡرٍ  فَقِیۡرٌ.

অর্থ : ‘হে আমার রব! আপনি আমার প্রতি যে অনুগ্রহ করবেন আমি তার কাঙ্গাল’ (সূরা আল-ক্বাছাছ : ২৪)।

দু‘আ-৩ : আছহাবে কাহফ বা গুহাবাসী আল্লাহর অনুগ্রহ চেয়ে বলেছিলেন,

رَبَّنَاۤ   اٰتِنَا مِنۡ  لَّدُنۡکَ  رَحۡمَۃً  وَّ ہَیِّیٔۡ   لَنَا مِنۡ  اَمۡرِنَا  رَشَدًا.

অর্থ : ‘হে আমাদের রব! আপনি নিজ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন’ (সূরা আল-কাহ্ফ : ১০)।

তওবাহ ও ইস্তেগফারের দু‘আ

দু‘আ-১ : ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, আমরা একই মজলিসে রাসূলুল্লাহ (ﷺ)-এর ইস্তিগফার একশ’ বার গুণতাম। তিনি বলেছেন,

رَبِّ اغْفِرْ لِيْ وَتُبْ عَلَيَّ  إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الْغَفُوْرُ.

উচ্চারণ : রব্বিগ ফিরলী ওয়া তুব ‘আলাইয়্যা ইন্নাকা আংতাত তাওয়্যাবুল গফূর।

অর্থ : ‘হে আমার প্রতিপালক! আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবাহ কবুল করুন। কেননা আপনি তওবা কবুলকারী ও ক্ষমাশীল’ (মুসনাদে আহমাদ, হা/৪৭২৬; তিরমিযী, হা/৩৪৩৪; আবূ দাঊদ, হা/১৫১৬, সনদ ছহীহ)।

দু‘আ-২ : নবী (ﷺ) বলেছেন, যে লোক বলে,

أَسْتَغْفِرُ  اللّٰهَ  الْعَظِيْمَ   الَّذِيْ لَا  إِلٰهَ  إِلَّا  هُوَ   الْحَيَّ الْقَيُّومَ وَأَتُوْبُ إِلَيْهِ.

উচ্চারণ : আসতাগফিরুল্লহাল ‘আযীম আল্লাযী লা ইলা-হা ইল্লা হুওয়াল হায়্যাল ক্বায়্যুম ওয়া আতূব ইলাইহি।

অর্থ : ‘আল্লাহ তা‘আলার নিকট আমি ক্ষমা চাই যিনি ছাড়া সত্য কোন মাবূদ নেই, যিনি চিরজীবি, চিরস্থায়ী এবং আমি তাঁর কাছে তাওবাহ করি’।

ফযীলত : তাকে ক্ষমা করে দেয়া হয়, যদিও সে রণক্ষেত্র হতে পলায়ন করে থাকে (আবূ দাঊদ, হা/১৫১৭; তিরমিযী, হা/৩৫৭৭, সনদ ছহীহ)।

দু‘আ-৪ : শাদ্দাদ ইবনু আওস (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সাইয়েদুল ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করার শ্রেষ্ঠ দু‘আ হল তোমার (সকাল-সন্ধ্যায়) এরূপ বলা-

اَللّٰهُمَّ أَنْتَ رَبِّىْ لَاۤ إِلٰہَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلٰی عَهْدِكَ وَوَعْدِكَ مَااسْتَطَعْتُ أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِى فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا  أَنْتَ.

উচ্চারণ : ‘আল্লহুম্মা আংতা রব্বী লা ইলা-হা ইল্লা আংতা খলাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা, ওয়া আনা ‘আলা ‘আহদিকা, ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিং শাররি মা ছানা‘তু, আবূউলাকা বিনি‘মাতিকা ‘আলাইয়্যা, ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা-ইয়াগফিরুয্যুনূবা ইল্লা আংতা’।

অর্থ : ‘হে আল্লাহ! আপনি আমার প্রতিপালক, আপনি ছাড়া সত্য কোন মা‘বূদ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন। আমি আপনার বান্দা। আমি আমার সাধ্যমত আপনার প্রতিশ্রুতিতে অঙ্গীকারাবদ্ধ। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে আপনার নিকট পরিত্রাণ চাচ্ছি। আমি আপনার অনুগ্রহকে স্বীকার করছি এবং আমার পাপও স্বীকার করছি। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। নিশ্চয় আপনি ব্যতীত কেউ ক্ষমাকারী নেই’।

ফযীলত : রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ‘যে ব্যক্তি ইয়াক্বীনের সাথে উক্ত দু‘আ দিনে পাঠ করবে এবং সন্ধ্যার পূর্বে মারা যাবে, সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। আর যে ব্যক্তি ইয়াক্বীনের সাথে উক্ত দু‘আ রাতে পাঠ করবে এবং সকাল হওয়ার আগে মারা যাবে, সেও জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে’ (ছহীহ বুখারী, হা/৬৩০৬; আবূ দাঊদ, হা/৫০৭০; তিরমিযী, হা/৩৩৯৩)।




প্রসঙ্গসমূহ »: দু‘আ
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (৩য় বর্ষ, ২য় সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
খাদ্য ও পানীয় পান করার সময় দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৮ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দু‘আ ও ‍যিকির : ঈদ, কুরবানী, হজ্জ ও ওমরাহ - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৫ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দু‘আ ও যিকির : বিবাহ ও পরিবার
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৭ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৯ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৮ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ১২তম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (৩য় বর্ষ, ৩য় সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ - আল-ইখলাছ ডেস্ক

ফেসবুক পেজ