বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন
রামাযান সংক্রান্ত যরূরী দু‘আ সমূহ
(১) নতুন চাঁদ দেখার দু‘আ :

اَللَّهُمَّ أَهْلِلْهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَالإِيْمَانِ وَالسَّلَامَةِ وَالإِسْلَامِ رَبِّىْ وَرَبُّكَ اللَّهُ

উচ্চারণ : আল্ল-হুম্মা আহলিলহু ‘আলায়না বিল ইউম্নি ওয়াল ঈমা-নি ওয়াস্সালা-মাতি ওয়াল ইসলাম-মি; রব্বী ওয়া রব্বুকাল্লা-হ।

অনুবাদ : ‘হে আল্লাহ! আপনি আমাদের উপরে চাঁদকে উদিত করুন শান্তি ও ঈমানের সাথে, নিরাপত্তা ও ইসলামের সাথে। (হে চন্দ্র!) আমার ও তোমার প্রভু আল্লাহ’ (তিরমিযী হা/৩৪৫১; মিশকাত হা/২৩২৮; সিলসিলা ছহীহাহ হা/১৮১৬, সনদ ছহীহ)।

(২) ইফতারের দু‘আ :

ছায়েম بِسْمِ اللَّهِ‘বিসমিল্লাহ’ (আল্লাহ্র নামে শুরু করছি) বলে ইফতার শুরু করবে (ছহীহ বুখারী, হা/৫৩৭৬; ছহীহ মুসলিম, হা/২০২২; মিশকাত হা/৪১৫৯)। উল্লেখ্য, اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ ইফতারের দু‘আ নামে প্রচলিত এই দু‘আটি যঈফ (যঈফ আবু দাঊদ, হা/২৩৫৮; সিলসিলা যঈফাহ, হা/৬৯৯৬; ইরওয়াউল গালীল, ৪/৩৮ পৃ.)।

(৩) ইফতার শেষের দু‘আ : ছায়েম ইফতার শেষে পড়বে-

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوْقُ وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

উচ্চারণ : ‘যাহাবায যামাউ ওয়াবতাল্লাতিল উরূক্বু ওয়া ছাবাতাল আজরু ইনশা-আল্লাহ।

অনুবাদ : ‘তৃষ্ণা দূর হল, শিরা-উপশিরা সিক্ত হল এবং আল্লাহ চাহে তো পুরস্কার নিশ্চিত হল’। তবে এই দু‘আটি ইফতারের সময়েও পড়া যায় (আবূ দাঊদ, হা/২৩৫৭; দারাকুৎনী হা/২৩০২; মিশকাত হা/১৯৯৩, সনদ হাসান)। এছাড়া সাধারণ দু‘আ হিসাবে শেষে الْحَمْدُ لِلهِ ‘আল-হামদুলিল্লাহ’ও বলা যাবে (ছহীহ মুসলিম, হা/২৭৩৪; মিশকাত, হা/৪২০০)।

(৪) লায়লাতুল ক্বদরের দু‘আ : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) লায়লাতুল ক্বদরের রাত্রিগুলোতে বেশি বেশি যে দু‘আটি পড়তে বলেছেন সেটি হল-

اَللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّىْ

উচ্চারণ : ‘আল্ল-হুম্মা ইন্নাকা ‘আফুব্বুন তুহিব্বুল ‘আফওয়া ফা‘ফু ‘আন্নী’।

অনুবাদ : ‘হে আল্লাহ! আপনি ক্ষমাশীল। আপনি ক্ষমা করতে ভালবাসেন। অতএব আমাকে ক্ষমা করুন’ (ইবনু মাজাহ, হা/৩৮৫০; মিশকাত, হা/২০৯১, সনদ ছহীহ)। এছাড়া তাহমীদ, তাহলীল, তাকবীর এবং ইস্তেগফার নিয়মিত পাঠ করতে হবে (ছহীহ মুসলিম, হা/১০০৬)।

(৫) সাইয়েদুল ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ দু‘আ পাঠ করা : 

اَللَّهُمَّ أَنْتَ رَبِّيْ لآ إِلهَ إلَّا أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ فَإِنَّهُ لَايَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا أَنْتَ

উচ্চারণ : ‘আল্ল-হুম্মা আংতা রব্বী লা ইলা-হা ইল্লা আংতা খলাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন শার্রি মা ছানা‘তু। আবুউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবুউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আংতা’।

অনুবাদ : ‘হে আল্লাহ! আপনি আমার পালনকর্তা। আপনি ব্যতীত সত্য কোন মা‘বূদ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন। আমি আপনার দাস। আমি আমার সাধ্যমত আপনার নিকটে দেয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে আপনার দেয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব আপনি আমাকে ক্ষমা করুন। কেননা আপনি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই’।

রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে ব্যক্তি এই বিশ্বাস করে দিনে বলবে আর সন্ধ্যার আগে সে যদি মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে এবং যে এই বিশ্বাস করে রাতে বলবে আর সকাল হওয়ার পূর্বে যদি মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে’ (ছহীহ বুখারী হা/৬৩০৬; মিশকাত হা/২৩৩৫)।




প্রসঙ্গসমূহ »: দু‘আ
রামাযান সংক্রান্ত যরূরী দু‘আ সমূহ - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৫ম সংখ্যা) - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (৩য় বর্ষ, ৫ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
আল-কুরআনে বর্ণিত দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৮ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
খাদ্য ও পানীয় পান করার সময় দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক
দু‘আ ও যিকির : বিবাহ ও পরিবার
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (৩য় বর্ষ, ১ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
বৃষ্টি, ঝড়-তুফান ও মেঘের গর্জনে দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক
বিবাহ ও পরিবার : নববিবাহিত স্বামী-স্ত্রীর জন্য দু‘আ - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৪র্থ সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক

ফেসবুক পেজ