শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫১ অপরাহ্ন

দুশ্চিন্তা ও বিপদগ্রস্ত এবং কারারুদ্ধ ব্যক্তির দু‘আ


দু‘আ-৬ : ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বিপদ ও কষ্টের সময় এই দু‘আ পড়তেন,

لَا إِلٰهَ  إِلَّا اللّٰهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ  رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ  رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الْأَرْضِ  وَرَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ

উচ্চারণ : লা-ইলা-হা ইল্লাল্লা-হুল ‘আযীমুল হালীম, লা ইলা-হা ইল্লাল্লা-হু রব্বুল ‘আরশিল ‘আযীম, লা ইলা-হা ইল্লাল্লা-হু রব্বুস সামা-ওয়া-তি ওয়া রব্বুল আরযি ওয়া রব্বুল ‘আরশিল কারীম।

অর্থ : ‘মহা ধৈর্যশীল আল্লাহ ব্যতীত সত্য কোন মা‘বূদ নেই, আল্লাহ ব্যতীত সত্য কোন মা‘বূদ নেই, যিনি মহান আরশের রব, আল্লাহ ব্যতীত সত্য কোন মা‘বূদ নেই, যিনি আসমান সমূহ ও যমীনের রব এবং মহান আরশের রব’ (ছহীহ বুখারী, হা/৬৩৪৬; ছহীহ মুসলিম, হা/২৭৩০; মিশকাত, হা/২৪১৭)

দু‘আ-৭ :  উম্মে সালামা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোন মুসলিমের প্রতি কোন বিপদ আসে আর তাতে সে বলে,

إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ اَللّٰهُمَّ أَجِرْنِيْ فِىْ مُصِيْبَتِيْ وَاخْلُفْ لِيْ خَيْرًا مِّنْهَا

উচ্চারণ : ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি র-জি‘উন, আল্ল-হুম্মা আজিরনী ফী মুছীবাতী ওয়াখ্লুফ্ লী খইরাম মিনহা।

অর্থ : ‘আমরা আল্লাহর জন্য এবং তাঁর দিকেই আমাদের প্রত্যাবর্তন। হে আল্লাহ! আমাকে আমার এ বিপদে প্রতিফল দান করুন এবং তা অপেক্ষা উত্তম বিনিময় আমাকে দান করুন’।

ফযীলত : উম্মে সালামা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোন মুসলিমের প্রতি কোন বিপদ আসে আর সে তাই বলে, যা বলতে আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন যেমন إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ অর্থ : ‘আমরা আল্লাহর জন্য এবং তাঁর দিকেই আমাদের প্রত্যাবর্তন’। অতঃপর বলে, হে আল্লাহ! আমাকে আমার এ বিপদে প্রতিফল দান করুন এবং তা অপেক্ষা উত্তম বিনিময় আমাকে দান করুন, তাহলে আল্লাহ তাকে তা অপেক্ষা উত্তম বিনিময় দান করেন (ছহীহ মুসলিম, হা/৯১৮)

দু‘আ-৮ : রাসূলুল্লাহ (ﷺ) নিম্নের বিষয়গুলো থেকে আশ্রয় আশ্রয় চেয়ে বলতেন,

أَعُوْذُ بِاللّٰهِ مِنْ جَهْدِ الْبَلَاءِ وَدَرَكِ الشَّقَاءِ وَسُوْءِ الْقَضَاءِ وشَمَاتَةِ الْأَعْدَاءِ

উচ্চারণ : আ‘ঊযু বিল্লা-হি মিন জাহদিল বালা-ই ওয়া দারাকিশ শাকা-ই ওয়া সূইল ক্বাযা-ই ওয়া শামা-তাতিল আ‘দা-ই।

অর্থ : ‘আমি বিপদের কষ্ট, দুর্ভাগ্যের আক্রমণ, নিয়তির মন্দতা ও বিপদে শত্রুর উপহাস হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি’ (ছহীহ বুখারী, হা/৬৬১৬; ছহীহ মুসলিম, হা/২৭০৭)

দু‘আ-৯ : আনাস (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ)-কে যখন কোন বিষয় চিন্তাগ্রস্ত করত, তখন তিনি বলতেন,

يَا حَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ

উচ্চারণ : ইয়া হাইয়্যু ইয়া ক্বাইয়্যুম বিরহ্মাতিকা আস্তাগীছ।

অর্থ : ‘হে চিরঞ্জীব! হে চিরস্থায়ী! আপনার দয়ার নিকট আমি ফরিয়াদ কামনা করি’ (তিরমিযী, হা/৩৫২৪; সনদ হাসান)

শত্রু ও শক্তিধর দল বা ব্যক্তির সাক্ষাৎকালে দু‘আ

দু‘আ : আবূ মূসা আশ‘আরী (রাযিয়াল্লাহু আনহু) বলেন, নবী (ﷺ) যখন কোন দল সম্পর্কে ভয় করতেন, তখন বলতেন,

اَللّٰهُمَّ  إِنَّا نَجْعَلُكَ فِيْ  نُحُوْرِهِمْ وَنَعُوْذُ بِكَ مِنْ شُرُوْرِهِمْ

উচ্চারণ : আল্লহুম্মা ইন্না নাজ‘আলুকা ফী নুহূরিহিম ওয়া না‘উযুবিকা মিং শুরূরিহিম।

অর্থ : ‘হে আল্লাহ! আমরা আপনাকে তাদের সম্মুখে করলাম এবং তাদের মন্দ প্রভাব থেকে আপনার কাছে আশ্রয় নিলাম’ (মুসনাদে আহমাদ, হা/১৯৭২০; আবূ দাঊদ, হা/১৫৩৭, সনদ ছহীহ)




প্রসঙ্গসমূহ »: দু‘আ
খাদ্য ও পানীয় পান করার সময় দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৯ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দু‘আ ও যিকির : যে কোন সময় (রাতে ও দিনে) পঠিতব্য দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৫ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৬ষ্ঠ সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৩য় সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (৩য় বর্ষ, ১ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
খাদ্য ও পানীয় পান করার সময় দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক
দু‘আ ও যিকির : বিবাহ ও পরিবার
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (৩য় বর্ষ, ৫ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৮ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৭ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক

ফেসবুক পেজ