শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন

দৈনন্দিন পঠিতব্য দু‘আসমূহ


চিকিৎসা, ব্যাধি ও ঝাড়ফুঁক

কোন ব্যথা অনুভব হলে মু‘আব্বিযাত দিয়ে ঝাড়ফুঁক করা

আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) কোন ব্যথা অনুভব করলে তিনি নিজেই ‘মু‘আব্বিযাত’ পড়ে ফুঁক দিতেন। ব্যথা বৃদ্ধি পেলে আমি তা পড়ে হাতে ফুঁক দিয়ে তা তাঁর ব্যথার স্থানে বুলিয়ে দিতাম বারাকাত লাভের আশায় (আবূ দাঊদ, হা/৩৯০২, সনদ ছহীহ)।

মু‘আব্বিযাত দিয়ে বদনযর হতে আশ্রয় চাওয়া

আবূ সাঈদ (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সূরা আল-ফালাক্ব ও সূরা আন-নাস দ্বারা জিন এবং মানুষের চক্ষু বদনযর হতে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন (তিরমিযী, হা/২০৫৮; ইবনু মাজাহ, হা/৩৫১১; মিশকাত, হা/৪৫৬৩, সনদ ছহীহ)।

‘মু‘আব্বিযাত’ হল-

قُلۡ اَعُوۡذُ  بِرَبِّ الۡفَلَقِ  - مِنۡ  شَرِّ مَا خَلَقَ  - وَ مِنۡ  شَرِّ غَاسِقٍ  اِذَا وَقَبَ  -  وَمِنۡ  شَرِّ النَّفّٰثٰتِ فِی الۡعُقَدِ  - وَ مِنۡ  شَرِّ حَاسِدٍ  اِذَا حَسَدَ.

অর্থ : ‘(হে নবী!) আপনি বলুন, আমি আশ্রয় চাচ্ছি ঊষার ¯্রষ্টার, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে, অনিষ্ট হতে অন্ধকার রাত্রির যখন তা আচ্ছন্ন হয়; এবং গিরায় ফুঁকদানকারীণির এবং হিংসুকের অনিষ্ট হতেও যখন সে হিংসা করে’ (সূরা আল-ফালাক্ব : ১-৫)।

قُلۡ  اَعُوۡذُ  بِرَبِّ النَّاسِ - مَلِکِ النَّاسِ  - اِلٰہِ  النَّاسِ   - مِنۡ  شَرِّ الۡوَسۡوَاسِ   الۡخَنَّاسِ  - الَّذِیۡ یُوَسۡوِسُ فِیۡ  صُدُوۡرِ النَّاسِ  - مِنَ الۡجِنَّۃِ وَ النَّاسِ .

অর্থ : ‘(হে নবী!) আপনি বলুন, আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের, যিনি মানবম-লীর বাদশাহ। যিনি মানবম-লীর প্রকৃত মা‘বূদ। আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে, যে লোকদের অন্তরে কুমন্ত্রণার উদ্রেক করে। জিনের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে’ (সূরা আন-নাস : ১-৬; ছহীহ বুখারী, হা/৪৪৩৯; ছহীহ মুসলিম, হা/২১৯২)।

সূরা আল-ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করা

আবূ সাঈদ খুদরী (রাযিয়াল্লাহু আনহু) বলেন, একবার আমরা সফরে ছিলাম। অতঃপর আমরা অবতরণ করলাম। একটি বালিকা এসে বলল, এখানকার গোত্রপ্রধানকে সাপে কেটেছে। আমাদের পুরুষগণ অনুপস্থিত। আপনাদের মধ্যে এমন কেউ আছে কি, যিনি ঝাড়ফুঁক করতে পারেন? আমাদের মধ্য থেকে একজন ঐ বালকটির সঙ্গে গেলেন। যদিও আমরা ভাবিনি যে, সে ঝাড়ফুঁক জানে। তারপর সে ঝাড়ফুঁক করল এবং গোত্রপ্রধান সুস্থ হয়ে উঠল। এতে সর্দার খুশী হয়ে তাকে ত্রিশটি ছাগল দান করল এবং আমাদের সকলকে দুধ পান করাল। অতঃপর যখন সে ফিরে আসল, তখন আমরা জিজ্ঞেস করলাম, তুমি ভালভাবে ঝাড়ফুঁক করতে জান (হাদীছের বর্ণনাকারী বলেন) অথবা তুমি কি ঝাড়ফুঁক করতে পার? সে বলল, না। আমি উম্মুল কিতাব অর্থাৎ সূরা আল-ফাতিহা দিয়েই ঝাড়ফুঁক করেছি। আমরা বললাম, ততক্ষণ কেউ কিছু বলবে না, যতক্ষণ না আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে পৌঁছি অথবা তাঁকে জিজ্ঞেস করি। যখন আমরা মদীনায় পৌঁছলাম, তখন রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে ঘটনাটি উল্লেখ করলাম। তিনি বললেন, সে কেমন করে জানল যে, তা অর্থাৎ সূরা আল-ফাতিহা ঝাড়ফুঁক? তোমরা নিজেদের মধ্যে এগুলো বণ্টন করে নাও এবং আমার জন্যও একাংশ রাখ’ (ছহীহ বুখারী, হা/৫০০৭, ৫৭৩৬; ছহীহ মুসলিম, হা/২২০১)।
জ্ঞাতব্য : ছাহাবী উম্মুল কুরআন তথা সূরা আল-ফাতিহা পাঠ করছিলেন এবং তাঁর থু-থু একত্র করে আক্রান্ত ব্যক্তির গায়ে থুক দিচ্ছিলেন। ফলে ব্যক্তিটি সুস্থ হয়ে গিয়েছিল (ছহীহ মুসলিম, হা/২২০১)।

ফোঁড়া, যখম ও শরীরের ব্যথা দূর করার জন্য

দু‘আ ও ঝাড়ফুঁক

দু‘আ-১ : আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, যখন কোন মানুষ তার কোন অঙ্গে ব্যথা অনুভব করত অথবা কোথাও ফোঁড়া অথবা যখম দেখা দিত, তখন নবী করীম (ﷺ) তার উপর নিজের আঙ্গুল বুলাতে বুলাতে বলতেন,

بِسْمِ اللّٰهِ تُرْبَةُ  أَرْضِنَا  بِرِيْقَةِ  بَعْضِنَا  لِيُشْفَى سَقِيْمُنَا بِإِذْنِ رَبِّنَا

উচ্চারণ : বিসমিল্লা-হি তুরবাতু আরযিনা বিরীক্বাতি বা‘যিনা লিইয়ুশফা সাক্বীমুনা বিইযনি রব্বিনা। 

অর্থ : ‘আল্লাহর নামে, আমাদের যমীনের মাটি আমাদের কারো থুথুর সাথে মিশিয়ে আমাদের প্রভুর নির্দেশে আমাদের রোগীকে ভাল করবে’ (ছহীহ বুখারী, হা/৫৭৪৬; ছহীহ মুসলিম, হা/২১৯৪; মিশকাত, হা/১৫৩১)। জ্ঞাতব্য : রাসূলুল্লাহ (ﷺ) তাঁর বুড়ো আঙ্গুলটি যমীনে রাখতেন। অতঃপর তা তুলে নিয়ে এ দু‘আ পড়তেন।




প্রসঙ্গসমূহ »: দু‘আ
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৪র্থ সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৭ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৩য় সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ২য় সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
খাদ্য ও পানীয় পান করার সময় দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (৩য় বর্ষ, ১ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ১১তম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ১০ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
বিবাহ ও পরিবার : নববিবাহিত স্বামী-স্ত্রীর জন্য দু‘আ - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ,১০ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দু‘আ ও যিকির : যে কোন সময় (রাতে ও দিনে) পঠিতব্য দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক
দু‘আ ও যিকির : বিবাহ ও পরিবার

ফেসবুক পেজ