বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন

সন্ধ্যার দু‘আসমূহ


দু‘আ-৩ : আব্দুর রহমান ইবনু আবযা (রাযিয়াল্লাহু আনহু) তাঁর পিতা থেকে বর্ণনা করে বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সন্ধ্যায় বলতেন,

أَمْسَيْنَا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ وَكَلِمَةِ الْإِخْلَاصِ وَعَلَى دِيْنِ نَبِيِّنَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  وَعَلَى مِلَّةِ  أَبِيْنَا إِبْرَاهِيْمَ حَنِيْفًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ.

উচ্চারণ : ‘আমসায়না ‘আলা ফিত্বরাতিল ইসলামি ওয়া কালিমাতিল ইখলাছ ওয়া ‘আলা দ্বীনি নাবিয়্যিনা মুহাম্মাদ ওয়া ‘আলা মিল্লাতি আবীনা ইবরাহীমা হানীফাঁ ওয়ামা কা-না মিনাল মুশরিকীন’।

অর্থ : ‘আমরা ইসলামের ফিতরাত, কালিমাতুল ইখলাছ, আমাদের নবী মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর দ্বীন এবং আমাদের পিতা ইবরাহীম (আলাইহিস সালাম)-এর মিল্লাতের উপর সকাল করলাম । তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না’ (মুসনাদে আহমাদ,  হা/১৫৩৯৭, ১৫৪০০; সনদ  ছহীহ)।

দু‘আ-৪ : সন্ধ্যায় ৩ বার বলা,

أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّمَا خَلَقَ.

উচ্চারণ : ‘আ‘ঊযু বিকালিমা-তিল্লা-হিত্ তা-ম্মা-তি মিং শাররি মা খালাক্বা’।

অর্থ : ‘আমি আল্লাহর পূর্ণ নামের সাহায্যে তাঁর সকল সৃষ্টির অনিষ্ট হতে পরিত্রাণ চাচ্ছি’ (ছহীহ মুসলিম, হা/২৭০৯; আবূ দাঊদ, হা/৩৮৯৮; ইবনু মাজাহ, হা/৩৫১৮; মুসতাদরাক হাকিম, হা/৮২৮০; সনদ ছহীহ; মিশকাত, হা/২৪২৩)।

ফযীলত : ১). উক্ত দু‘আ পাঠ করলে কেউ বা কোন ক্ষতিকর জিনিস তার ক্ষতি করতে পারবে না। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! গত রাতে বিচ্ছুর দংশনে আমি কষ্ট পেয়েছি। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ‘যদি তুমি সন্ধ্যায় উপনীত হয়ে বলতে (أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّمَا خَلَقَ ), তবে তোমাকে এটা কষ্ট দিতে পারত না’ (ছহীহ মুসলিম, হা/২৭০৯; মুসতাদরাক হাকিম, হা/৮২৮০; মুসনাদে আহমাদ, হা/৭৮৮৫; মিশকাত, হা/২৪২৩)।

২). খাওলা বিনতু হাকীম (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি কোন স্থানে অবতরণ করে বলে, ‘আমি আল্লাহর পূর্ণ বাক্যসমূহের মাধ্যমে আশ্রয় নিচ্ছি, তিনি যা সৃষ্টি করেছেন তার মন্দ হতে’ তাকে কোন জিনিস ক্ষতি করতে পারবে না। সেই স্থানে হতে প্রস্থান করা পর্যন্ত’ (ছহীহ মুসলিম, হা/২৭০৮)।

পোশাক-পরিচ্ছেদ

কাপড় পরিধানের দু‘আ


দু‘আ-১ : মু‘আয ইবনু আনাস (রাহিমাহুল্লাহ) হতে তাঁর পিতার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি কাপড় পরিধানের পর বলবে,   

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ  كَسَاْنِيْ  هَذَا وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّيْ  وَلَا قُوَّةٍ

উচ্চারণ : ‘আল-হামদুলিল্লা-হিল্লাযী কাসানী হাযা ওয়া রাযাক্বানীহি মিন গাইরি হাওলিম মিন্নী ওয়ালা কুয়্যাতিন’।

অর্থ : ‘সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যিনি আমাকে এই কাপড় পরিধান করিয়েছেন এবং আমার শক্তি এবং সামর্থ্য ব্যতীত আমাকে রিযিক দান করেছেন’।

ফযীলত : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘যে ব্যক্তি কাপড় পরিধান করে উপরিউক্ত দু‘আ বলবে, তার আগের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে’ (আবূ দাঊদ, হা/৪০২৩; তবে হাদীছে উল্লেখিত ‘পরবর্তী গুনাহ’ এ অতিরিক্ত অংশ বাদে হাদীছের সনদ হাসান; মিশকাত, হা/৪৩৪৩)।

নতুন কাপড় পরিধানের দু‘আ


দু‘আ-১ : আবূ সাঈদ আল-খুদরী (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন নতুন কাপড় পরিধান করতেন, তখন ঐ পোশাকের নাম উচ্চারণ করে বলতেন, 

اَللّٰهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيْهِ أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ

উচ্চারণ : ‘আল্ল-হুম্মা লাকাল হাম্দু আংতা কাসাওতানীহি, আস্আলুকা খয়রাহু ওয়া খয়রা মা ছুনি‘আ লাহু, ওয়া আ‘ঊযুবিকা মিং শাররিহী, ওয়া শাররি মা ছুনি‘আ লাহু’।

অর্থ : ‘হে আল্লাহ! আপনারই সমস্ত প্রশংসা। এ পোশাক আপনিই আমাকে পরিধান করিয়েছেন। আমি আপনার নিকট এর কল্যাণ প্রার্থনা করছি এবং যে উদ্দেশ্যে এটা প্রস্তুত করা হয়েছে, তারও কল্যাণ চাচ্ছি। এর অনিষ্ট হতে পরিত্রাণ চাচ্ছি এবং যে অনিষ্টের উদ্দেশ্যে তা প্রস্তুত করা হয়েছে, সে অনিষ্ট হতে পরিত্রাণ চাচ্ছি’ (আবূ দাঊদ, হা/৪০২০; তিরমিযী, হা/১৭৬৭; মিশকাত হা/৪৩৪২, সনদ ছহীহ)।




প্রসঙ্গসমূহ »: দু‘আ
রামাযান সংক্রান্ত যরূরী দু‘আ সমূহ - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৩য় সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
ঈদ, কুরবানী, হজ্জ ও ওমরাহ - আল-ইখলাছ ডেস্ক
দু‘আ ও যিকির : বৃষ্টি, ঝড়-তুফান এবং মেঘের গর্জন - আল-ইখলাছ ডেস্ক
দু‘আ ও যিকির : যে কোন সময় (রাতে ও দিনে) পঠিতব্য দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক
দুশ্চিন্তা ও বিপদগ্রস্ত এবং কারারুদ্ধ ব্যক্তির দু‘আ - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (৩য় বর্ষ, ২য় সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৩য় সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ২য় সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (৩য় বর্ষ, ১ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
আল-কুরআনে বর্ণিত দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ১ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক

ফেসবুক পেজ