শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন
সালাম প্রদান করা

দু‘আ : যে কোন মুসলিম পরিচিত ও অপরিচিত মুসলিমের সাথে সাক্ষাৎ হলে সালাম দিবে। সালামের বাক্য হল,

اَلسَّلَامُ عَلَيْكُمْ

উচ্চারণ : আস-সালামু ‘আলাইকুম । অথবা

اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ

উচ্চারণ : আস-সালামু ‘আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। অথবা

اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ

উচ্চারণ : আস-সালামু ‘আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

অর্থ : ‘আপনাদের উপর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক’ (ছহীহ বুখারী, হা/৬২২৭; ছহীহ মুসলিম, হা/২৮৪১; তিরমিযী, হা/২৭৮৯; আবূ দাউদ, হা/৫১৯৫ মিশকাত, হা/৪৬২৮, ৪৬৪৪)।

ফযীলত : ১. সালাম প্রদান করা হল ইসলামের সর্বোত্তম কাজ (ছহীহ বুখারী, হা/১২; ছহীহ মুসলিম, হা/৩৯)। ২. সালামের প্রচলনের মাধ্যমে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায় (ছহীহ মুসলিম, হা/৫৪)। ৩. এক মুসলিমের উপর অপর মুসলিমের অন্যতম একটি হক্ব হল সালাম প্রদান করা (তিরমিযী, হা/২৭৩৭; নাসাঈ, হা/১৯৩৮; মিশকাত, হা/৪৬৩০, সনদ ছহীহ)। ৪. সেই ব্যক্তি আল্লাহর নিকট অধিক প্রিয়, যে প্রথমে সালাম প্রদান করে (আবূ দাঊদ, হা/৫১৯৭; মিশকাত, হা/৪৬৪৬, সনদ ছহীহ)।

সালামের উত্তর প্রদান করা

দু‘আ : যে কোন মুসলিমকে সালাম প্রদান করলে জবাবে বলবে,

وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ

উচ্চারণ : ওয়া ‘আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহি ।

অর্থ : ‘আপনাদের উপরও শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক’ (তিরমিযী, হা/৩৩৬৮; মিশকাত, হা/৪৬৬২, সনদ ছহীহ)।

মুছাফাহা করা

সালাম প্রদানকারী এবং গ্রহণকারী উভয়ের উচিত মুছাফাহা করা। নবী করীম (ﷺ) বলেছেন, যখন দু’জন মুসলিম ব্যক্তি মিলিত হয় অতঃপর পরস্পরে মুছাফাহা করে, তাদের উভয়ের পৃথক হওয়ার পূর্বেই তাদের দু’জনকে ক্ষমা করে দেয়া হয় (মুসনাদে আহমাদ, হা/১৮৫৭০, ১৮৭২১; ইবনু মাজাহ, হা/৩৭০৩; আবূ দাঊদ, হা/৫২১২; মিশকাত, হা/৪৬৭৯, সনদ ছহীহ)।

অন্যের মাধ্যমে সালাম পাঠালে তার উত্তর

দু‘আ : অন্যের মাধ্যমে সালাম পাঠালে বলতে হবে

عَلَيْكَ وَعَلَيْهِ السَّلَامُ

উচ্চারণ : ‘আলাইকা ওয়া ‘আলাইহিস সালাম’।

অর্থ : ‘আপনার উপর এবং তার উপর শান্তি বর্ষিত হোক’ (আবু দাঊদ, হা/৫২৩১; মিশকাত, হা/৪৬৫৫, সনদ হাসান)।

ইয়াহুদী-খ্রিষ্টানদের সালামের জবার

ইহুদী-খ্রিষ্টানদেরকে আগে সালাম প্রদান করা নিষেধ (ছহীহ মুসলিম, হা/২১৬৭; মিশকাত, হা/৪৬৩৫)। তবে তারা যদি সালাম দেয়, জবাবে বলতে হবে وَعَلَيْكَ ‘ওয়া আলাইকা’ (ছহীহ বুখারী, হা/৬২৫৭; ছহীহ মুসলিম, হা/২১৬৪) অথবা وَعَلَيْكُمْ ‘ওয়া আলাইকুম’ (ছহীহ বুখারী, হা/৬২৫৮; ছহীহ মুসলিম, হা/২১৬৩)।

হাঁচি হলে দু‘আ

দু‘আ : হাঁচি দাতা বলবে,

اَلْحَمْدُ لِلّٰهِ

উচ্চারণ : আলহামদুলিল্লাহ।

অর্থ : ‘সমস্ত প্রশংসা আল্লাহর জন্য’ (ছহীহ বুখারী, হা/৬২২৪, মিশকাত, হা/৪৭৩৩)।

দু‘আ : যিনি হাঁচি শুনবেন তিনি বলবেন,

يَرْحَمُكَ اللهُ

উচ্চারণ : ইয়ারহামুকাল্ল-হু।

অর্থ : ‘আল্লাহ আপনার উপর রহম করুন’ (ছহীহ বুখারী, হা/৬২২৪; মিশকাত, হা/৪৭৩৩)।

দু‘আ : অতঃপর উত্তর শুনে হাঁচি দাতা পুনরায় বলবে,

يَهْدِكُمُ اللهُ وَ يُصْلِحُ  بَالَكُمْ

উচ্চারণ : ইয়াহ্দিকুমুল্ল-হু ওয়া ইউছলিহু বা-লাকুম।

অর্থ : ‘আল্লাহ আপনাদের হেদায়াত দান করুন এবং আপনাদেরকে সংশোধন করুন’ (ছহীহ বুখারী, হা/৬২২৪; মিশকাত, হা/৪৭৩৩)।




প্রসঙ্গসমূহ »: দু‘আ
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৩য় সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৫ম সংখ্যা) - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
দু‘আ ও যিকির : বিবাহ ও পরিবার
দু‘আ ও যিকির : বৃষ্টি, ঝড়-তুফান এবং মেঘের গর্জন - আল-ইখলাছ ডেস্ক
দুশ্চিন্তা ও বিপদগ্রস্ত এবং কারারুদ্ধ ব্যক্তির দু‘আ - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ১০ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
শিষ্টাচার - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৪র্থ সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৬ষ্ঠ সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৫ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (৩য় বর্ষ, ১ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ,১০ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক

ফেসবুক পেজ