শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৭ অপরাহ্ন

দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ

১. ঘুমানোর সময় দু‘আ
اَللّٰهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا.
উচ্চারণ : আল্ল-হুম্মা বিস্মিকা আমূতু ওয়া আহ্ইয়া।
অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার নামে মৃত্যুবরণ করি এবং আপনার নামেই জীবিত হই’ (ছহীহ বুখারী, হা/৬৩১৪; মিশকাত, হা/২৩৮২)।
২. ঘুম থেকে জাগার পর দু‘আ
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ.
উচ্চারণ : আল্-হাম্দু লিল্লা-হিল্লাযী আহ্ইয়া-না বা‘দা মা আমা-তানা, ওয়া ইলাইহিন নুশূর।
অর্থ : ‘ঐ আল্লাহ্র যাবতীয় প্রশংসা, যিনি মৃত্যুর পর আমাদেরকে পুনরায় জীবিত করলেন এবং প্রত্যাবর্তন তাঁরই দিকে’ (ছহীহ বুখারী, হা/৬৩১২; ছহীহ মুসলিম, হা/২৭১১; মিশকাত হা/২৩৮২)।
৩. টয়লেটে প্রবেশের সময় দু‘আ
بِسْمِ اللّٰهِ اَللّٰهُمَّ إِنَّىْ أَعُوْذُبِكَ مِنَ الْخُبُثِ وَ الْخَبَائِثِ.
উচ্চারণ : বিসমিল্লা-হি, আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাল্ খুবুছি ওয়াল্ খাবায়িছ।
অর্থ : ‘(আল্লাহ্র নামে) হে আল্লাহ! আমি আপনার নিকট অপবিত্র জিন নর-নারীর অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা করছি’ (তিরমিযী, হা/৬০৬; মিশকাত, হা/৩৫৭-৩৫৮, সনদ ছহীহ, ইরওয়াউল গালীল, হা/৫০-এর আলোচনা দ্র.)।
৪. টয়লেট থেকে বের হওয়ার পর দু‘আ
غُفْرَانَكَ
উচ্চারণ : (গুফ্রা-নাকা)।
অর্থ : ‘হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন’ (আবূ দাঊদ, হা/৩০; তিরমিযী, হা/৭; ইবনু মাজাহ, হা/৩০০; মিশকাত হা/৩৫৯, সনদ ছহীহ)। উল্লেখ্য, اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ أَذْهَبَ عَنِّى الْأَذَى وَعَافَانِىْ এ মর্মে বর্ণিত হাদীছটি যঈফ (যঈফ ইবনু মাজাহ, হা/৩০১; মিশকাত, হা/৩৭৪)।
৫. ওযূ করার পর দু‘আ
ওযূর শুরুতে কেবল ‘বিসমিল্লাহ’ বলবে (তিরমিযী, হা/২৫, সনদ ছহীহ)। শেষে নিম্নের দু‘আ পাঠ করবে। উল্লেখ্য, ওযূর প্রত্যেক অঙ্গ ধৌত করার সময় ভিন্ন ভিন্ন দু‘আ পড়ার বর্ণনাটি জাল (ইমাম মুহাম্মাদ বিন আলী আশ-শাওকানী, আল-ফাওয়াইদুল মাজমূ‘আহ ফিল আহাদীছিল মাওযূ‘আহ (প্রকাশ : ১৯৭৮/১৩৯৮), হা/৩৩ ‘পবিত্রতা’ অধ্যায়)।
أَشْهَدُ أَنْ لَّا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ.
উচ্চারণ : আশ্হাদু আল্লা ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহ্দাহূ লা-শারীকালাহূ, ওয়া আশ্হাদু আন্না মুহাম্মাদান ‘আব্দুহূ ওয়া রসূলুহু।
অর্থ : ‘আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত সত্য কোন মা‘বূদ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ ফ তাঁর বান্দা ও রাসূল’।
রাসূল ফ বলেন, ‘যে ব্যক্তি ওযূর পর উক্ত দু‘আ পড়ে, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হয়, যে কোন দরজা দিয়ে সে যেন প্রবেশ করতে পারে’ (ছহীহ মুসলিম, হা/২৩৪; মিশকাত, হা/২৮৯)। অন্য হাদীছে উক্ত দু‘আর সাথে নিম্নের দু‘আটি যোগ করতে বলা হয়েছে-
اَللّٰهُمَّ اجْعَلْنِىْ مِنَ التَّوَّابِيْنَ وَاجْعَلْنِىْ مِنَ الْمُتَطَهِّرِيْنَ.
উচ্চারণ : আল্ল-হুম্মাজ ‘আলনী মিনাত তাউওয়া-বীনা ওয়াজ‘আলনী মিনাল মুতাত্বহহিরীন। অর্থ : ‘হে আল্লাহ! আমাকে তওবাকারী ও পবিত্রতা অবলম্বনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন’ (তিরমিযী, হা/৫৫; সনদ ছহীহ, মিশকাত, হা/২৮৯; ইরওয়া, হা/৯৬, সনদ ছহীহ)।
৬. মসজিদে প্রবেশ ও বের হওয়ার সময় দু‘আ
মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করবে এবং বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হবে (হাকেম, হা/৭৯১; বায়হাক্বী, আস-সুনানুল কুবরা, হা/৪৪৯৪; সনদ ছহীহ, সিলসিলা ছহীহাহ, হা/২৪৭৮)। প্রবেশের সময় বলবে,
اَللّٰهُمَّ افْتَحْ لِىْ أَبْوَابَ رَحْمَتِكَ.
উচ্চারণ : আল্ল-হুম্মাফ্তাহ্লী আব্ওয়া-বা রহমাতিকা।
অর্থ : ‘হে আল্লাহ! আপনি আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন’। আর মসজিদ থেকে বের হয়ে বলবে-
اَللّٰهُمَّ إِنِّىْ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ.
উচ্চারণ : আল্ল-হুম্মা ইন্নী আস্আলুকা মিং ফায্িলক।
অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করছি’ (ছহীহ মুসলিম, হা/৭১৩; মিশকাত, হা/৭০৩)। [চলবে ইনশাআল্লাহ]




প্রসঙ্গসমূহ »: দু‘আ
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ১ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দু‘আ ও ‍যিকির : ঈদ, কুরবানী, হজ্জ ও ওমরাহ - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৭ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দুশ্চিন্তাগ্রস্ত ও বিপদগ্রস্ত এবং কারারুদ্ধ ব্যক্তির দু‘আ - আল-ইখলাছ ডেস্ক
দুশ্চিন্তা ও বিপদগ্রস্ত এবং কারারুদ্ধ ব্যক্তির দু‘আ - আল-ইখলাছ ডেস্ক
দু‘আ ও যিকির : বৃষ্টি, ঝড়-তুফান এবং মেঘের গর্জন - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৮ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দু‘আ ও যিকির : যে কোন সময় (রাতে ও দিনে) পঠিতব্য দু‘আ ও যিকর - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (২য় বর্ষ, ৫ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৮ম সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
দৈনন্দিন পঠিতব্য দু‘আ সমূহ (১ম বর্ষ, ৩য় সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক

ফেসবুক পেজ