উত্তর : এমতাবস্থায় ইমামের অনুসরণ করে বসতে হবে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘ইমাম এজন্য নিয়োগ করা হয় যে, যাতে তাকে অনুসরণ করা হয়’ (ছহীহ বুখারী, হা/৩৭৮; ছহীহ মুসলিম, হা/৪১১; আবূ দাঊদ, হা/৬০১; নাসাঈ, হা/৯২১; ইবনু মাজাহ, হা/৮৪৬)। অনুরূপ নিজের যখন শেষ বৈঠক হবে তখনও বাম পা ডান পায়ের ভিতর দিয়ে নিতম্বের উপর বসতে হবে (https://youtu.be/MhBJgiLW5cQ)।
প্রশ্নকারী : নাহিদ, দিনাজপুর।