উত্তর : পারবে। তবে স্বামীর উচিত স্ত্রীর জীবদ্দশাতেই তার মোহর পরিশোধ করা। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, أَحَقُّ الشُّرُوْطِ أَنْ تُوْفُوْا بِهِ مَا اسْتَحْلَلْتُمْ بِهِ الْفُرُوْجَ ‘যেসকল শর্ত তোমাদের পূর্ণ করা উচিত, তন্মধ্যে সর্বোপযোগী শর্ত হল যদ্বারা তোমরা লজ্জাস্থানকে হালাল কর অর্থাৎ মোহর’ (ছহীহ বুখারী, হা/২৭২১, ৫১৫১; ছহীহ মুসলিম, হা/১৪১৮; মিশকাত, হা/৩১৪৩)। এক্ষেত্রে মৃত্যু পরবর্তী সময়ে স্ত্রীর ওয়ারিছদের মধ্যে মোহরানার অর্থ বণ্টন করে দিতে হবে।
প্রশ্নকারী : জহরুল ইসলাম, হেতেমখাঁ, রাজশাহী।