উত্তর : যাকাত, ফিতরা, ওশর বা কুরবানীর চামড়ার অর্থ দ্বারা মসজিদের ইমাম ও মুওয়াযযিনের বেতন দেয়া যাবে না। কারণ এ মালে নির্দিষ্ট ব্যক্তির হক আছে (সূরা আত-তওবাহ : ৬০)। ইমাম ও মুওয়াযযিন তাদের অন্তর্ভুক্ত নন। অবশ্য তারা যদি ঐ ৮ প্রকারের অন্তর্ভুক্ত হন তাহলে পাবেন। আল্লাহ বলেন, وَ مَنۡ کَانَ غَنِیًّا فَلۡیَسۡتَعۡفِفۡ وَ مَنۡ کَانَ فَقِیۡرًا فَلۡیَاۡکُلۡ بِالۡمَعۡرُوۡفِ ‘যে ব্যক্তি মুখাপেক্ষীহীন, সে যেন বিরত থাকে এবং যে ব্যক্তি মুখাপেক্ষী সে যেন ন্যায়নিষ্ঠভাবে ভক্ষণ করে’ (সূরা আন-নিসা : ৬)। সমাজের মানুষই ইমাম ও মুওয়াযযিনের সম্মানজনক বেতনের ব্যবস্থা করবে (আবূ দাঊদ, হা/৩৫৮৮, সনদ ছহীহ; মিশকাত, হা/৩৭৪৮ ‘দায়িত্বশীলদের ভাতা’ অধ্যায়; বঙ্গানুবাদ মিকাত, হা/৩৫৭৭, ৭/১৭৫-৭৬ পৃ.)।