উত্তর : একাকী ফরজ ছালাত আদায়ের ক্ষেত্রে ইক্বামত দেয়া সুন্নাত (আবূ দাঊদ, হা/৫১০)। তবে কেউ ইক্বামত ছাড়া ছালাত আদায় করে ফেললে তার ছালাত শুদ্ধ হয়ে যাবে। পুনরায় আদায় করতে হবে না (ফাতাওয়া লাজনাহ আদ-দায়েমাহ, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ৭৮)।
প্রশ্নকারী : শাহিন, সাভার, ঢাকা।