উত্তর : উক্ত বক্তব্য ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। যেমন হাদীছে এসেছে,
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ إِنَّ عُمْرَةً فِىْ رَمَضَان تَعْدِلُ حَجَّةً
ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, ‘নিশ্চয় রামাযানে একটি ওমরাহ একটি হজ্জের সমতুল্য’ (ছহীহ বুখারী, হা/১৭৮২, ১/২৩৯ পৃ.; ছহীহ মুসলিম, হা/১২৫৬)। অন্য হাদীছে বলেন, فَإِنَّ عُمْرَةً فِىْ رَمَضَانَ تَقْضِىْ حَجَّةً مَعِىْ ‘রামাযানে একটি ওমরাহ করা আমার সাথে একটি হজ্জ করার সমান’ (ছহীহ বুখারী, হা/১৮৬৩, ১/২৫১ পৃ.; ছহীহ মুসলিম, হা/১২৫৬)।
প্রশ্নকারী : তাওহীদ, দিনাজপুর।